Leave a message
> চক্ষে আমার তৃষ্ণা - বই রিভিউ - হুমায়ুন আহমেদ - বইপোকা - Book Review
-->

চক্ষে আমার তৃষ্ণা - বই রিভিউ - হুমায়ুন আহমেদ - বইপোকা - Book Review


বইঃ চক্ষে আমার তৃষ্ণা 

লেখকঃ হুমায়ুন আহমেদ 

প্রকাশনীঃ অনুপম

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২০০৯

প্রচ্ছদঃ সমর মজুমদার 

মুদ্রিত মূল্যঃ ১৮০ টাকা মাত্র

পৃষ্ঠাঃ ৯৫


বইয়ের প্রেক্ষাপটঃ-


গল্পের কেন্দ্রীয় চরিত্র  শামসুন নাহার তরু।বাবা -মেয়ের কথোপকথন দিয়ে কাহিনীর সূত্রপাত।আসতে আসতে বেশ কিছু চরিত্র উঠে আসে।তরুর ইচ্ছা ঔপন্যাসিক হবে,গল্পের প্লেট খুজঁতে তার মনে কিছু অজানা প্রশ্নের উদঘাটন ঘটে চাচা ওসমান সাহেবের মাধ্যমে ।আসলে বইটি ঘিরে বিস্তারিত  রিভিউ দিলে আমার মনে হয় কাহিনী অনেকটা বলা হয়ে যাবে যেটা আমি চাচ্ছিনা বই পড়ুয়ারা আগে থেকেই জানুক।কিন্তু শেষে কি তরু ঔপন্যাসিক হতে পেরেছিলো?উপন্যাস লেখার সময় তরুর মনে  যে যে প্রশ্নের উত্তর খুঁজার চেষ্টা করেছিলো সেটা কি খুঁজতে পেরেছিলো?জানতে হলে পড়তে হবে উপন্যাস টি,তবে  বলতে পারি উপন্যাসের সমাপ্তিতে  পাঠক  নিরাশ হবে না!


ভালো লাগার লাইনগুলোঃ-


১. মেয়েদের তৃতীয় নয়ন থাকে।এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টা চট করে বুঝে ফেলে।পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে।মুরুব্বি কোনো মানুষ মা মা বলে পিঠে হাত বুলাচ্ছে সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে। (পৃ-৩৭)


২.আমি অন্য তরু। আমার চক্ষে তৃষ্ণা। ভালোবাসায়  ডুবে থাকার তৃষ্ণা ।ডুব দিতে হয় চোখ বন্ধ করে। আমি চোখ বন্ধ করেছি। (পৃ- ৯৫)


রেটিংঃ- ৪.৫/৫


Writer:- Nowshin Sultana Nitul

 

Delivered by FeedBurner

a