Leave a message
> এপিজে আবদুল কালাম এর সেরা ৪০টি উক্তি | অনুপ্রেরণামূলক উক্তি | অনুপ্রেরণার উক্তি | আবদুল কালাম | এপিজে আবদুল কালাম | বাংলা বাণী | বাংলা উক্তি | Apj Abdul Kalam | Apj Abdul Kalam Quote | Apj Abdul Kalam Motivational Quote
-->

এপিজে আবদুল কালাম এর সেরা ৪০টি উক্তি | অনুপ্রেরণামূলক উক্তি | অনুপ্রেরণার উক্তি | আবদুল কালাম | এপিজে আবদুল কালাম | বাংলা বাণী | বাংলা উক্তি | Apj Abdul Kalam | Apj Abdul Kalam Quote | Apj Abdul Kalam Motivational Quote

১. পরিস্থিতি যেকোন সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিওনা। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী।



এপিজে আব্দুল কালাম


২. যদি আমার কোনো ভুল হয়,তবে অন্যের কাছে সমালোচনা না করে তা আমাকেই জানিও। কারণ, সেগুলো ঠিক করতে এক মাত্র আমিই পারব। অন্য কেউ নয়।


এপিজেআব্দুল কালাম


৩. তুমি কষ্টে আছো সেটা কেউ দেখতে আসবে না, 
কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিকে হিংসে করার লোকের অভাব হবেনা।

এপিজে আব্দুল কালাম


৪. সমাপ্তি মানেই শেষ নয়। ‘END’ শব্দটির মানে হচ্ছে ‘Effort Never Dies’ অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু নেই’।


এপিজে আবদুল কালাম


৫. মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী ছিলো। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সেই মেধা ঘৃণিত।


এপিজে আব্দুল কালাম



৬. একটি মেয়ের হাঁসি অবশই একটি ছেলের হাঁসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারন একটা ছেলে খুব সহজে কাঁদে না।



এপিজে আব্দুল কালাম


৭. আমি পাখি পুষেছিলাম, উড়ে গেছে।
আমি কাঠবিড়ালী পুষেছিলাম, পালিয়ে গেছে।
 বুদ্ধি করে আমি একটা গাছ পুঁতলাম পাখি, কাঠবিড়ালী দুটোই ফিরে এল।


এপিজে আব্দুল কালাম


৮. জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যে এতো আনন্দ।



এপিজে আবদুল কালাম


৯. জীবনের প্রতিটি ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য।


এপিজে আবদুল কালাম


১০. নেতার সংজ্ঞা হল! তিনি কোন সমস্যাতেই ভয় পাবেন না। তিনি সমস্যা সমাধানে কাজ করবেন।


এপিজে আব্দুল কালাম


১১. সূর্যের মতো দীপ্তিমান হতে হলে, প্রথমে তোমাকে সূর্যের মতো পুড়তে  হবে।


                                                                          এপিজে আব্দুল কালাম



১২. মা শিক্ষিত হোক বা না হোক,
মা'ই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।



এপিজে আব্দুল কালাম



১৩. একটি ভালো বই একশ বন্ধুর সমান।
কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরী।


এপিজে আব্দুল কালাম ।



১৪. যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না” তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে, তুমি পারবে।


এপিজে আব্দুল কালাম


১৫. সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে, ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে।



এপিজে আবদুল কালাম


১৬. যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ FAIL করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিও না। কারন FAIL শব্দটার একটা অন্য মানে আছে - First Attempt in Learning - অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ।



এপিজে আব্দুল কালাম


১৭. সফলতার গল্পে কেবল মাত্র
একটি বার্তা  থাকে।
কিন্তু ব্যর্থতার গল্পে
সফল হওয়ার উপায় থাকে।
  


এপিজে আব্দুল কালাম



১৮. সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি সে, যে নিজের বর্তমান পরিস্থিতি, নিয়ে খুশি থাকে। 



এপিজে আব্দুল কালাম



১৯. শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভাল কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে।



এপিজে আব্দুল কালাম



২০. পাখি কখনো ডাল ভেঙ্গে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, ডানার ওপরে।
তাই জীবনে চলার পথে নিজের ওপরে বিশ্বাস রাখো, অন্য কারোর ওপরে নয়।



এপিজে আব্দুল কালাম।



২১. আমার ভাগ্যে এতটুকু দুঃখ কষ্ট থকতনা,যদি ভাগ্য লেখার দায়িত্ব আমার মায়ের হাতে থাকত। 



এপিজে আবদুল কালাম



২২. কোটি টাকার হীরেটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতি টাই কাজে লাগে, সুতরাং জীবনে কাউকে কোনদিন ছোট মনে করো না।



এপিজে আব্দুল কালা



২৩. স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা পূরণে মানুষকে ঘুমাতে দেয় না।


এপিজে আবদুল কালাম


২৪. জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। 



এপিজে আব্দুল কালাম


২৫. প্রতিশোধ নেবার প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো, যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হ‌ও তাহলে তুমি তা'নিজের চোখে দেখতে পাবে।



এপিজে আবুল কালাম



২৬. সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে।



এপিজে আবদুল কালাম



২৭. উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে।


এপিজে আবদুল কালাম 



২৮. জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।



এপিজে আবদুল কালাম 



২৯. প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে।



এপিজে আবদুল কালাম 



৩০. প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো:
 আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে, আমি জয়ী, আজ দিনটা আমার।



৩১. জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।



৩২. উপরে তাকিয়ে আকাশটাকে দেখো। তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই।



৩৩. কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছো না! চিন্তিত করো না- ‘NO’ শব্দের মানে হচ্ছে ‘Next Opportunity’ অর্থাৎ ‘পরবর্তী সুযোগ।



৩৪. তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন, বাবা, মা ও শিক্ষক।



৩৫. আমি সুপুরুষ নই। কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়।



৩৬. তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে।



৩৭. ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী।


৩৮. তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো- তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে। মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে।



৩৯. একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।



৪০. মানুষ তার ভবিষ্যত পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যত পরিবর্তন করে দেয়।



 

Delivered by FeedBurner

a