Leave a message
> কষ্টের সেরা ১০৮টি ক্যাপশন | গভীর কষ্টের ক্যাপশন | ফেইসবুকের জন্য কষ্টের ক্যাপশন | কষ্টের ক্যাপশন | ক্যাপশন
-->

কষ্টের সেরা ১০৮টি ক্যাপশন | গভীর কষ্টের ক্যাপশন | ফেইসবুকের জন্য কষ্টের ক্যাপশন | কষ্টের ক্যাপশন | ক্যাপশন

১. যারা প্রতিনিয়ত ভিতরের যন্ত্রণা গুলোর সাথে 
লড়াই করে ধৈর্য নিয়ে নিজেকে টিকিয়ে রাখতে পারে
তাঁরাই তো জীবন যুদ্ধে প্রকৃত সৈনিক।



অনামিকা সুলতানা



২. কাউকে বারবার বোঝানোর পরেও
সে যদি না বোঝে।
তবে আপনার বোঝা উচিৎ বোকা সে নয় 
বরং বোকা আপনি।



অনামিকা সুলতানা



৩. রেখে দিলেই মানুষ থেকে যায় না, আবার থেকে গেলেও সবাই রাখতে জানে না।



৪. যারা একটা মনে দুইজন'কে জায়গা দেয় তাঁরা কখনো ভালোবাসে না, তাঁরা শুধু ভালোবাসার নামে অভিনয় করে মাত্র।



অনামিকা সুলতানা



৫. একটা মানুষ নেশা করে বেঁচে থাকতে পারে,
কিন্তু প্রিয় মানুষটির অবহেলা পেলে একটা মূহুর্ত
আর বাঁচতে ইচ্ছে করে না!
পৃথিবীর সর্বোচ্চ বড় শাস্তি হচ্ছে,
প্রিয় মানুষটির অবহেলা!
তাই সম্পর্কে অবহেলা নামক শব্দটি জায়গা পাওয়ার আগেই নিজেকে নিজের ফিরিয়ে আনা উচিত।



অনামিকা সুলতানা


৬. আটকে নয়,
ছেড়ে দিতে শিখেছি!



অনামিকা সুলতানা



৭. কাছে গেলে বিশ্বাস ভাঙে,
দূরে গেলে সম্পর্ক।
সম্পর্কগুলো তাই টিকে থাকে
কাছে থাকার অভিনয়ে,
দূরে থাকার বাহানায়!



পাথুরে মূর্তি


৮. হুম, ওহ্, হ্যা, ঠিক আছে,
SMS এর রিপ্লাই দেখেও কি বুঝতে পারো না!
প্রিয় মানুষটির কাছে তোমার মূল্য কতটা কমে গেছে?



অনামিকা সুলতানা



৯. বেশি প্রকাশ করতে নেই, বেশি করলেই 
অবহেলা বাড়বেই!



অনামিকা সুলতানা



১০. যে শহরে সকালের ভালোবাসা
বিকেলেই হারিয়ে যায়,
সেই শহরে ভেঙে যায় বিশ্বাস
জিতে যায় অভিনয়!



অনামিকা সুলতানা



১১. তুমি ফিরে না এলেই ভালো হতো। আমি জানতাম তুমি আমার নিয়তিতে ছিলে না।ফিরে এসে যে প্রমাণ করে দিয়েছ, তুমি আমাকে কখনো ভালোইবাসনি!
 


পাথুরে মূর্তি


১২. আমি একটু অভিমানী মানিয়ে নিলেই পারতে।
ছেড়ে যাওয়ার অভিনয়টা নাইবা তুমি খুজতে। 



মেঘ বালিকা



১৩. অল্পতেই কেঁদে ফেলা মানুষগুলো 
এক সময় এক আকাশ দুঃখ লুকিয়ে
হাসতে শিখে যায়।



অনামিকা সুলতানা



১৪. আজো বুকের চাপা দীর্ঘশ্বাস গুলো
রাত গভীরে-
ভীষণ ভারী হয়!



অনামিকা সুলতানা



১৫. হোঁচট খেয়েছি বলেই জেনেছি এবং বুঝেছি!
এই ছোট্ট জীবনে শক্ত করে আমার হাত
ধরে রাখার মতো কেউ নেই।



আফরোজা সিক্তা


১৬. কখনো কখনো নীরবতাই 
সবচেয়ে সুন্দর ও একমাত্র 
সমাধান।



পাথুরে মূর্তি



১৭. রিযিক নিয়ে কখনো আফসোস করতে নেই।
যা রিযিকে থাকবে তা পাবেন আর যা থাকবে না তা শত কাছে থাকলেও ছুঁতে পারবেন না।



তাসনিম এমি



১৮. আপনি চাইলেই সবাইকে ভালো রাখতে
পারবেন না।
আপনি শুধু তাদেরকেই ভালো রাখতে পারবেন,
যারা কেবল আপনার সাথে থাকতে 
পছন্দ করে।



অনামিকা সুলতানা



১৯. কারো জীবনে তখন কষ্টের সিমা 
ছাড়িয়ে যায়,
তখন সে হয় নষ্ট হয়' না হয়তো 
সে শক্ত হয়।



অনামিকা সুলতানা



২০. পথ গুলো এক‌ই থাকে,
হারিয়ে যায় শুধু সাথে চলা
মানুষ গুলো!



অনামিকা সুলতানা


২১. আমি ও যদি তোমার মতো
জানতাম অভিনয়;
কবেই তোমায় ভুলে যেতাম
হতাম না আর ক্ষয়!



পাথুরে মূর্তি



২২. বিশ্বাস কর তোমার অবহেলা গুলো সহ্য করার ক্ষমতা থাকলে আর কিছু দিন তোমার পাশেই রয়ে যেতাম।
কখনো তোমায় ছেড়ে এভাবে নীরবে হারিয়ে যেতাম না!



অনামিকা সুলতানা


২৩. মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে,
অবশেষে আমরা শুন্যতাকে খুঁজে পায়।



অনামিকা সুলতানা


২৪. রাগ-অভিমান সেটা সবার'ই হয়
অশ্রু তো সবার'ই ঝরে
কান্না পেলে সবাই কাঁদে!
হৃদয়ে ক্ষত সবার হয়!
বিশ্বাসে আঘাত সবার'ই লাগে।
মানুষ তো আর পাথর নয়!



আফরোজা



২৫. যদি পারতাম,তবে নিজের হাতে সাজিয়ে দিতাম তোমার জীবন।
যাতে একজীবনে আর দ্বিতীয় কারো মন ভাঙার 
ইচ্ছে না জাগে।



পাথুরে মূর্তি



২৬. মানুষের দাম যখন কমতে শুরু করে।
তখন সে সবার কাছে অচল পয়সার 
মতো হয়ে যায় !



অনামিকা সুলতানা



২৭. অভিনয় খুব বেশিদিন চালিয়ে যাওয়া যায় না বলেই,সম্পর্কগুলো টিকে থাকে না।



পাথুরে মূর্তি



২৮. এতটা ভালোবাসার পরেও যে তৃতীয় ব্যক্তিকে 
জায়গা দেয়।সে মুখে যাই বলুক মন থেকে 
তোমাকে কখনো ভালোবাসে না।



অনামিকা সুলতানা



২৯. আমার জন্য যখন হয়নি তোমার
বিন্দু পরিমাণ মায়া। 
দোয়া করি তোমার নতুন জীবনে যেন
না পরে আমার ছায়া।



Tanzia


৩০. কষ্ট যতোই হোক না কেন তবুও'
ভালোবাসার মানুষটি'কে
মন থেকে মুছে ফেলার ক্ষমতা
সবার থেকে না।



অনামিকা সুলতানা



৩১. কিছু মানুষ কখনো জানতেও পারবেনা যে,কারো কাছে সে শুধুই খেলনার একটা পুতুল ছিল! ইচ্ছে হলেই যাকে নিয়ে যখন খুশি তখন,যেমন ইচ্ছে তেমন খেলে আবার ছুঁড়ে ফেলে ভেঙে আবার তারে খেলা যায়!



পাথুরে মূর্তি



৩২. আমার হাসি দেখে, আমার ভালো থাকার
অনুমান করতে এসো না। 
ভেতরে একমুঠো ছাই ছাড়া আর 
কিছু খুজে পাবেনা। 



মেঘ বালিকা



৩৩. অবহেলা পাওয়া জায়গা গুলো
এড়িয়ে চলতে শিখুন,
দেখবেন আস্তে আস্তে ভালো থাকা 
শিখে গেছেন।



অনামিকা সুলতানা


৩৪. পানির অপর নাম জীবন,আবার পানির অপর নাম মৃত্যু। আগুন ও পানি দু'টোই ভয়ংকর,না আছে আগুন থেকে বাঁচার উপায়,আর না আছে পানি থেকে বাঁচার উপায়।



তাসনিম এমি



৩৫. এক ফোঁটা চোখের জল,
একশো ফোঁটা রক্তের চেয়েও দামী।



সমরেশ মজুমদার দার


৩৬. চোখ তুমি ঘুমিয়ে পড়,
মানুষটা আজ অন্য কারো!



অনামিকা সুলতানা


৩৭. সম্পর্ক সবসময় শুধু তৃতীয় ব্যক্তির জন্যই ভাঙে না;সম্পর্ক ভাঙাটাই যাদের স্বভাব, তাদের কাছে 
সম্পর্ক ভাঙার জন্য আসলে কোনো 
কারণ লাগে না!



পাথুরে মূর্তি


৩৮. সম্পর্ক সবসময় শুধু তৃতীয় ব্যক্তির জন্যই ভাঙে না; সম্পর্ক ভাঙাটাই যাদের স্বভাব, তাদের কাছে 
সম্পর্ক ভাঙার জন্য আসলে কোনো 
কারণ লাগে না!



পাথুরে মূর্তি


৩৯. স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের 
সাথে নিজেকে বদলে নেয়,
কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারো
মায়ায় জড়িয়ে যায়।
তাঁরা সহজে আর নিজেকে পরিবর্তন
করতে পারে না।



অনামিকা সুলতানা


৪০. পৃথিবীতে প্রিয় মানুষটা ছাড়া বেঁচে থাকা কষ্টকর! কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে।তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, মনে রেখো পৃথিবীর সকল কষ্ট‌ই ক্ষনস্থায়ী।



হুমায়ূন আহমেদ


৪১. ফাঁসির মঞ্চে হয় জীবনের মৃত্যু,
আর, প্রতারনার মঞ্চে হয় স্বপ্নের মৃত্যু!



পাথুরে মূর্তি



৪২. মন ভাঙার মতো,
টুকরো টুকরো জিনিস বোধহয়
পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই!



অনামিকা সুলতানা



৪৩. হাতের উলটো পিঠটাও কাজে লাগে,
কখন জানেন?
দুচোখের জল গুলো মুছে ফেলার জন্য।



অনামিকা সুলতানা


৪৪. আপন মানুষ কাঁদালে শান্তনা 
দেওয়ার মতো কেউ থাকে না!



অনামিকা সুলতানা


৪৫. যে মায়ায় বাঁধে,
সে কখনো ভুলতে পারে না!



অনামিকা সুলতানা



৪৬. কিছু মানুষের মন পাথরের চেয়েও কঠিন!
সুতরাং মনে রাখবেন,পাথরকে কখনো 
খুশি করা যায় না!



অনামিকা সুলতানা


৪৭. মুক্ত করে দিলাম তোকে তুই,
নিজের মতো থাক'
বুঝিনি আমি তোর তুমি'তে
অন্য কারো ভাগ!



অনামিকা সুলতানা



৪৮. চোখ থেকে আবেগের পর্দা সরাতে পারলে,
মানুষ চেনা সহজ হয়। একটু একটু করে মানুষ চিনতে শিখলে,নিরবতাই সবচেয়ে কাছের স্বজন হয়ে যায়।



আফরোজা সিক্তা



৪৯. যারা ধোঁকা দেয় সময়ের ব্যবধানে তাঁরাও
কারো না কারো কাছে ধোঁকা খায়!



অনামিকা সুলতানা



৫০. আমাকে ভালবাসার ছিল না তার সাধ্য 
তোমার অপমানে অবহেলায় বদলাতে
হয়েছি আমি বাধ্য।



Tanzia



৫১. প্রয়োজন ফুরিয়ে গেলে কাঁধের 
ছাতাটাও হাতের বোঝা মনে হয়,
আর আমি তো মানুষ!



অনামিকা সুলতানা



৫২. সময় থাকতে যাকে মূল্য দিবে না,
সময় ফুরালে তার নাগাল আর 
চাইলেও পাবে না।
কারণ আত্মসম্মান সবার‌ই আছে।



আফরোজা


৫৩. অপ্রকাশিত অনুভূতির থেকে,
প্রকাশিত অনুভূতির কষ্ট বেশি।
অপ্রকাশিত অনুভূতি লুকিয়ে রাখা যায়, কিন্তু প্রকাশিত অনুভূতি লুকিয়ে রাাখা যায় না।



তাসনিম এমি



৫৪. মায়া জিনিসটা কেমন জানেন!
কারো মায়া কারো গুছানো জীবনকে 
এলোমেলো করে দেয়,
আবার কারো অগোছালো জীবনকে
গুছিয়ে দেয়।



অনামিকা সুল


৫৫. সব বৃষ্টি আনন্দের হয় না!
কিছু বৃষ্টিতে চোখের জল মিশে একাকার হয়ে যায়। 
মন ভেঙে যায়,স্বপ্ন ভেসে যায়,
শুধু ভেসে যায়না মানুষের দুঃখ।



পারভীন ইসলাম।



৫৬. যে থাকতে চায় না,
তাকে জোর করে আটকে রাখা যায় না।
তাই তাকে যেতে দিন,
কষ্ট হলেও নিজের থেকে মুক্তি দিন।



অনামিকা সুলতানা



৫৭. নিজের ভেতর চাপা পড়া দুঃখকে যদি রোজ উৎযাপন করা যায়,তবেই হেসে-খেলে বেঁচে থাকা সহজ।



আফরোজা সিক্তা



৫৮. ঔষধ এ নয় কিছু অসুখ যত্নে ভালো হয়,
কিন্তু আফসোস দিন দিন এই ডাক্তার গুলোর অবহেলায় অনেক রুগী মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।



নিয়তি নীলা



৫৯. কেউ আপনার মনটাকে ভেঙ্গে  টুকরো টুকরো করে দিয়েছে, একটু ধৈর্য্য ধরুন, পারলে ভাঙা মন নিয়ে নীরব থাকুন, কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং অনেক যত্নে করে পূনরায় মেরামত করে। দেখবেন আগের চেয়ে দ্বিগুন শক্ত হয়ে গেছেন, চাইলেও কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারছে না।



অনামিকা সুলতানা



৬০. অভিমান আর অপেক্ষা অনেক আগেই ছেড়ে দিয়েছি, কারণ,ঠক, মিথ্যাবাদী,প্রতারক ও স্বার্থপরদের কাছে কখনো ভালোবাসার মূল্য পাওয়া যায় না!



অনামিকা সুলতানা



৬১. মনের কষ্ট মনে চেপে
বন্ধ ঘরে কেঁদে নিজেকে
হালকা করে নেওয়াই ভালো।



অনামিকা সুলতানা



৬২. আমাদের সমস্যাটা কোথায় জানেন?
যে মানুষগুলো আমাদের না,
আমরা সেই মানুষগুলোর জন্য 
অপেক্ষায় থাকি!



অনামিকা সুলতানা



৬৩. জীবনের খারাপ সময়গুলো একা একা 
পার করা মানুষগুলো, আস্তে আস্তে
নীরব হয়ে যায়।



অনামিকা সুলতানা


৬৪. আমি কে' ছিলাম তোর, তুই'
সেদিন-ই বুঝবি,
যেদিন অন্য কারো অবিশ্বাসের
ভাঙ্গা নৌকায়' উঠবি!



অনামিকা সুলতানা



৬৫. কষ্ট হলেও বেইমান স্বার্থপরদের থেকে
নিজেকে সরিয়ে নিন,
কারণ এরা কখনো মন থেকে  ভালোবাসতে আসে না, আসে অন্যর ভালো থাকা কেড়ে নিতে।



অনামিকা সুলতানা



৬৬. যারা পরের উপকার করে তাদের উপকারে 
কেউ আসে না।
কারণ, প্রদীপের নীচে সবসময়  অন্ধকারই থাকে।



অনামিকা সুলতানা



৬৭. দিন শেষে প্রিয় মানুষগুলো
আমাদের শুধু ভাবাই না,
কিছু কিছু মানুষকে অসম্ভব কাঁদায়!



অনামিকা সুলতানা



৬৮. আমার কাছে ফিরনের কথা কইয়া, কেন অন্য ডালে উড়াল দিলা পাখি?উইড়াই যদি যাইবা তবে কেন কইছিলা তুমি আমার লগে একই ডালে ঘর বাইন্ধা সারাডা জীবন কাটাইয়া দিবা?আইজ বুঝি রে পাখি,যা কইছিলা সবই কথার কথা আমারে ভালো তুমি কোনদিনও বাসো নাই।



আফরোজা সিক্তা



৬৯. একদিন আমি হারিয়ে যাব,
কোনো এক শূন্যের কোঠায়।
সেদিন তুমি ও আমায় খুঁজবে রোজ,
পাবে না আর এ বেলায়।
এবেলা অবেলায় তুমি আমায় খুঁজবে, 
দিনের আলোয়,রাতের অন্ধকারে ছুটবে আমার খুঁজে। 



তাসনিম এমি



৭০. ভুলটা আমারি ছিল,
আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে
তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে।



অনামিকা সুলতানা



৭১. যাও তবে মুক্তি দিলাম 
ঘুরে দেখ বিশ্বময়,
এমন করে ক'জন তোমায়
ভেবে-ভেবে ক্লান্ত হয়!



আফরোজা আক্তার সিক্তা



৭২. একটা মিথ্যে শুধু বিশ্বাস‌ই ভাঙে না,
এক সাথে পথ চলার মতো'
একটি সত্য, সুন্দর সম্পর্কেও চিরদিনের
নষ্ট করে দেয়।



অনামিকা সুলতানা



৭৩. যাদের আমরা নিজের থেকেও বেশি গুরুত্ব দেই। 
সেই মানুষটার কাছেই আমাদের 
কোনো মূল্য থাকে না। 



মেঘ বালিকা



৭৪. দেরিতে হলেও বুঝতে পেরেছি আজ,
কিছু মানুষের প্রয়োজন শেষে ছুড়ে ফেলে 
দেওয়াই তাদের কাজ।



অনামিকা সুলতানা



৭৫. যে তোমাকে বোঝে না, সে কখনো তার
প্রয়োজন ছাড়া তোমাকে খোঁজেও না।



অনামিকা সুলতানা


৭৬. যাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখা হয়েছিল,তাকে স্মৃতি হিসেবে জীবনের এককোণে রেখে দেয়ার  চাপা কষ্ট কোনদিন কাউকে বলা যায় না,বোঝানোও যায় না।



আফরোজা সিক্তা



৭৭. যারা সত্যিকার অর্থে ভালোবাসে"তারা
কখনো অভিনয় করে না,
কোটি কোটি মানুষের ভীড়ে তাদের ঐ 
একজনকে ছাড়া দ্বিতীয় কাউকে ভালো লাগে না।



অনামিকা সুলতানা


৭৮. যার জন্য আমি গুমরে কাঁদি
একলা ঘরের কোণে,
সেই মানুষটা ঠিক‌ই সুখ খুঁজে নেয়,
অন্য পাড়ায় গিয়ে।



মেঘ বালিকা



৭৯. যেটা মোনাজাতে চেয়েও পাওয়া হলো না ,
সেটার জন্য কখনো আক্ষেপ বা অভিযোগ 
রাখবেন না। মনে করবেন, সেটা অন্য কারো আপনার জন্য বরাদ্দ ছিল না।



অনামিকা সুলতানা



৮০. কেউ শব্দ করে হেঁসে,কষ্ট আড়াল করে।
কেউ চাপাস্বরে কেঁদে,হাসি আড়াল করে।



তাসনিম এমি



৮১. তোমায় নিজের বলে দাবি কারার অধিকার তুমি নিজেই কেড়ে নিয়েছ। অধিকার হারানোর যন্ত্রণা তোমায় যেন কোনদিন না ছোঁয়, প্রিয়।



আফরোজা সিক্তা



৮২. সবচেয়ে বেশি কষ্ট হয় কখন জানো?
যখন কেউ মন ভেঙ্গে দিয়ে বলে
ভালো থেকো!



অনামিকা সুলতানা



৮৩. আমরা নিজেরাই নিজেকে 
ভাঙার সুযোগ দিই।
আসলে কারো অবহেলায়
পড়ে না থেকে নিজেকে পরিবর্তন 
করাটা জরুরী।



অনামিকা সুলতানা



৮৪. বছরের পর বছর একটা
সংসারের ব‌উ হয়ে থাকার পরেও,
অনেক নারীই বলতে পারে না যে,
এই সংসারটা আমার!



পাথুরে মূর্তি




৮৫. ঠকে তো সেদিনই গেছি,
যেদিন মুখোশের আড়ালে থাকা
মানুষটাকে বিশ্বাস করেছি।



আফরোজা



৮৬. যাদের কখনো পাওয়া সম্ভব না,
তাদের প্রতি বোধহয় ভালোবাসাটা
একটু বেশি জন্মায়।



অনামিকা সুলতানা



৮৭. তুমি এতো সহজে ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো।
আমি কেন শুধু ভুলে যেতে 
পারি  না।



৮৮. যাকে কেঁদে না পাও তাকে
হেসেই মুক্তি দাও,
তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট হবে
তবে আত্মসম্মানটা বেঁচে যাবে।



অনামিকা সুলতানা



৮৯. ছেড়ে যাব'না বলা মানুষটা যখন
ছেড়ে যায়, তখন সে আমাদের
 সব কিছুই নিয়ে যায়।



অনামিকা সুলতানা



৯০. সব অভিমানের শেষে সম্পর্ক শেষ হয়ে যায় না।
অনেক সময় ভালোবাসার গভীরতা অনেক বাড়ে।



মেঘ বালিকা



৯১. যে মানুষটা অভিনয়ের সাথে তোমার থেকে
দূরে সরে যায় তাকে দূরেই রাখতে হয়।
আর যে অভিমান করে নিজেকে আড়াল করে নেয় তাকে খুঁজে নিতে হয়।



অনামিকা সুলতানা



৯২. সব যন্ত্রনার ঊর্ধ্বে মানুসিক যন্ত্রনা,
যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে
যাওয়ার ক্ষমতা রাখে!



মেঘ বালিকা



৯৩. আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মনিকোঠায়,
অথচ তাঁরাই আমাদের মরুভূমির মতো'র 
চৈত্রের দাহনে পোঁড়ায়!



অনামিকা সুলতানা



৯৪. সব মানুষ হারায় না,
কারো অবহেলা যখন সিমা ছাড়িয়ে যায়,
তখন তার আত্মসম্মান বাঁচাতে শুধু
নিজেকে আড়াল করে নেয়।



অনামিকা সুলতানা



৯৫. কারো চলে যাওয়া কাউকে কাঁদিয়ে দেয়।
আবার কাউকে বাঁচিয়ে দেয়।



অনামিকা সুলতানা


৯৬. জীবন সব সময় আমাদের সেকেন্ড
চান্স দেয় না।
তাই কিছু ভুল শোধরানোর কোন
সুযোগ থাকে না।



অনামিকা সুলতানা



৯৭. অভিযোগ কোথায় করব,
যাদের সাথে থাকলে সবসময় নিজেকে
হাসিখুশি লাগত'
তাঁরাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল!



অনামিকা সুলতানা



৯৮. ভালোবাসার প্রতিদানে যারা 
বিশ্বাসঘাতকতা দেয় 
তাদের আগলে রাখার
ইচ্ছেটাই মরে যায়।



অনামিকা সুলতানা



৯৯. মায়া কমাতে শিখুন কারণ, অতিরিক্ত আবেগ 
একসময় আপনার সমস্ত হাসি 
কেড়ে নিতে পারে।



অনামিকা সুলতানা



১০০. যত বেশি বিশ্বাস করবে'
তত বেশি ঠকতে হবে।



অনামিকা সুলতানা



১০১. তারা সবাই বলেছিলো,
সে আমি যেমনই হই;
রূপে, গুণে, ব্যাক্তিত্বে
আমি নাকি  একদম পারফেক্ট।
অথচ ছেড়ে যাবার সময় তারা কেউ আমাকে বলে যায়নি, আমার কমতিটা কোথায় ছিল!



পাথুরে মূর্তি



১০২. শুধু"তুই"একবার আমি হয়ে দেখ,
কতটা যন্ত্রণা দেয় এ মিথ্যে আবেগ!



পাথুরে মূর্তি




১০৩. কিছু কষ্টের বর্ননা হয় না'শুধু 
নীরবে শয়ে যেতে হয়!



অনামিকা সুলতানা




১০৪. কারো ভালোবাসা, বিশ্বাস, ও সম্মান নিয়ে কখনো খেলা করো না। কারণ কিছু কিছু মানুষের কাছে হয়তো এই ভালোবাসা, বিশ্বাস, ও সম্মানটুকুই 
শেষ সম্পদ।



অনামিকা সুলতানা



১০৫. পারিবারিক যন্ত্রণা গুলো এতটাই বিষাক্ত' 
না কাউকে বলা যায়' না সহজে
হজম করা যায়! 



অনামিকা সুলতানা



১০৬. প্রতিশোধ নেবার প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো, যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হ‌ও তাহলে তুমি তা'নিজের চোখে দেখতে পাবে।



এ পি জে, আবুল কালাম




১০৭. খুব করে চাওয়া জিনিসটা'
হারিয়ে ফেলার কষ্টের অনুভূতিটা 
বোধহয় একটু বেশিই হয়!



অনামিকা সুলতানা



১০৮. তাদের সাথেই থাকা উচিৎ,
যারা তোমাকে গুরুত্ব দেয়,
তাদের সাথে নয়, যারা কেবল 
শুধু তোমাকে, প্রয়োজনে
প্রিয়জন বানায়!



অনামিকা সুলতানা



























 

Delivered by FeedBurner

a