> বিশ্বাস অবিশ্বাস পর্ব ৩, ৪ | সাজু ভাই সিরিজ
-->

বিশ্বাস অবিশ্বাস পর্ব ৩, ৪ | সাজু ভাই সিরিজ

আপনি কি মিতুর কলিগ ফয়সাল সাহেব? ' 

' ফয়সাল কে? আমি তো কোনো ফয়সালকে চিনি না গোয়েন্দা সাহেব। কিন্তু আপনাকে আমি খুব ভালো করে চিনি। চিনতাম না তবে চিনে নিয়েছি। তাই ভালো করে বলছি যে পুলিশের কাজ পুলিশকে করতে দেন। আপনি উত্তরা থেকে চলে যান। ' 

' গাড়ি ভাড়া কি আপনি দিবেন? ' 

' কিসের গাড়ি ভাড়া? ' 

' এই যে আমাকে উত্তরা থেকে চলে যাবার জন্য পরামর্শ বা হুকুম দিচ্ছেন। তো উত্তরা থেকে তো হেঁটে হেঁটে যেতে পারবো না। ' 

সাজুর এমন রসিকতার কারণে অপরপ্রান্তে কথা বলার কণ্ঠ পরিবর্তন হয়ে গেল। মানে মোবাইল অন্য কেউ টেনে নিয়ে বলছে, 

' ওই গোয়েন্দার বাচ্চা? তোর অনুসন্ধান আমি তোর মুখে দিয়ে পিছন থেকে বের করে দেবো। বেশি পাকনামি না করে যা বলছি তাই কর। ' 

' ঠিক আছে ভাই চলে যাবো। ' 

' এইতো বুদ্ধিমানের কথা! '

' আমি চলে যাবো ঠিকই, কিন্তু সেটা আপনার সঙ্গে সামনাসামনি কথা বলার পরে। ' 

' মানে? ' 

' মানে আমি আফরিনকে যারা হ!ত্যা করেছে তাদের যেভাবেই হোক খুঁজে বের করবো। আর আমার বিশ্বাস সেই দলের মধ্যে আপনিও খুব ভালোভাবে জড়িত আছেন। ' 

' চুপ কর শা!লার গোয়েন্দা। আমি আফরিনের খুনের ব্যাপারে কিছু জানি না। ' 

' তাহলে আপনার মাথা ব্যথার কারণটা জানতে পারি মাস্টার মশাই? ' 

' এখানে অনেক কাহিনী জড়িয়ে আছে। আমি চাই না সেগুলো বেরিয়ে আসুক। তোকে আবারও বলি তুই এসব থেকে দুরে থাক। ' 

' আপনি যদি খু!ন না করেন তাহলে আপনার মাথা ব্যথার একটা কারণ অবশ্য আছে। '

' মানে? ' 

' মানে হচ্ছে, আফরিনের মৃত্যুর কিছুক্ষণ আগে সে কোনো এক পুরুষের সঙ্গে সহবাস করেছে। আমার মনে হচ্ছে আপনি সেই ব্যক্তি। ' 

' শালা তোকে তো আমি......! '

কল কেটে গেল, সাজু আবারও কলব্যাক করলো কিন্তু নাম্বার বন্ধ। বড়ভাই হাসানকে নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দিল। অটোকল রেকর্ড চালু করা থাকে সবসময়। সাজু ভাই বাড়িওয়ালার কাছে গিয়ে বললো,

' বিএফসি টা কোনদিকে? ' 

সিদ্দিক সরকার বললেন ' সেক্টর পার হয়ে ঢাকা গাজীপুর হাইওয়ের জসীমউদ্দিন মোড়ের কাছে। ' 

' আফরিন ওখানে কার সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিল? কে হতে পারে। ' 

' কথার ধরনে তো আপনজন কেউ মনে হচ্ছে। যেমন ধরুন...! "

' যেমন কি? বয়ফ্রেন্ড? '

' হতে পারে, আজকাল ছেলে মেয়েরা প্রেমের সম্পর্কে একটু বেশি জড়ায়। ' 

' আপনারা জড়াননি কখনো? ' 

' জ্বি, মানে! ' 

' বাদ দেন ঠাট্টা করলাম। তদন্ত করতে এসে যে সারাক্ষণ শুধু মুখ গম্ভীর করে থাকবো তেমনটা তো নয় তাই না? ' 

' তা ঠিক আছে। কিন্তু আপনি কার সঙ্গে কথা বললেন? কে আপনাকে উত্তরা থেকে চলে যেতে হুকুম দিচ্ছে? ' 

' সেটাই খুঁজে বের করতে হবে সরকার কাকা। ' 

' এখন কি তাজুলের কাছে থানায় যাবেন? ওকে জিজ্ঞেসা করবেন নাকি? ' 

' ভেবেছিলাম তো তাই করবো। কিন্তু দ্বিতীয় কল এসে একটু ভাবনায় ফেলে দিয়েছে। আপাতত মিতুর অফিসে যেতে হবে আরেকবার। তারপর সেখান থেকে থানায় যাবো। ' 

' ঠিক আছে, আপনার তদন্তের কাজে আমাকে যখনই দরকার হবে জানাবেন। আপনাকে সর্বোচ্চ সাহায্য করার জন্য চেষ্টা করবো। আপনি আমার নাম্বারটা রাখুন। ' 

' ম্যালা ম্যালা ধন্যবাদ আপনাকে। আজকে আর হয়তো আসবো না। আগামীকাল সকালে আবার আসতে পারি। আপনার বাসার প্রতিটি ফ্ল্যাটে কিছু কথাবার্তা বলতে হবে। ' 

' কেন কেন? ' 

' বাচ্চাদের মতো কথা বলেন কেন? '

' কিন্তু তিন তলার খু!নের জন্য সম্পুর্ণ বাড়ির ভাড়াটিয়াদের জিজ্ঞেসাবাদ করলে কেমন দেখা যায় বলেন। তাদের কি দোষ? ' 

' আঙ্কেল একটা বিষয় ভাবুন। আপনার সামনেই সিসি ক্যামেরার ভিডিও চেক করলাম। সেখানে অপরিচিত কারো আগমন ঘটেনি। তারমানে তো খু!নি আপনার বিল্ডিংয়ের মধ্যে ছিল তাই না? ' 

' কি বলছেন এসব? ' 

সাজু দারোয়ানের দিকে তাকিয়ে বললো, 
' রফিক ভাই আপনি একটা কাজ করবেন। বাসায় কে কখন বের হয় আর প্রবেশ করে সেগুলো নজর রাখবেন। কারো আচরণে সন্দেহ হলেই আমাকে জানাবেন। কেউ যদি বাসা থেকে গ্রামের বাড়িতে বা ঢাকা ছেড়ে কোথাও যায় সেটাও কিন্তু জানাবেন। ' 

' সাজু স্যার, গতকাল রাতে তো একজন গ্রামের বাড়িতে যাবে বলে চলে গেছেন। ' 

' কে সে? ' 

' তামান্না ম্যাডাম। '

' সে কোথায় থাকতো? তিনতলায় তাজুল স্যারের পাশের ফ্ল্যাটে থাকতো, 3A ' 

' সেখানে কে কে থাকতো? ' 

' ওনারা দুই বান্ধবী। ' 

' কতদিন ধরে ভাড়া আছে তারা? ' 

' তিনমাসের মতো হবে। ' 

' তারা কি পড়াশোনা করে নাকি কোথাও চাকরি করতো? ' 

সিদ্দিক সরকার বললো, ' দুজনেই চাকরি করতো বনানীতে। আমার এক বন্ধুর পরিচিত তাই এদের থাকতে দিয়েছিলাম। ' 

' তামান্না যদি গ্রামের বাড়িতে গিয়ে থাকে তাহলে তার বান্ধবী নিশ্চয়ই বাসায় আছে? ' 

' না নেই, সে অফিসের কাজে সিলেট গেছে। আজকে সন্ধ্যা বেলা আসার কথা। তামান্না ম্যাম গতকাল বলে গেছে। ' বললেন দারোয়ান। 

' ঠিক আছে আপনি আমার নাম্বারটা রাখুন। আমি মিতুর অফিস থেকে বের হয়ে থানায় গিয়ে সব কাজ শেষ করে রাতে আবার আসবো। ' 

' আচ্ছা ঠিক আছে। ' 

' যেহেতু তামান্নার বান্ধবী বাসায় ছিল না। গতকাল দুপুরে ঘটনার সময় কি তামান্না বাসায় ছিল? ' 

' হ্যাঁ বাসায় ছিল। ' 

বাড়ির মালিক সিদ্দিক সরকারের দিকে তাকিয়ে সাজু বললো ' আপনার কাছে নিশ্চয়ই তামান্না মেয়েটার নাম্বার আছে? ' 

' তা তো আছে ই। ' বললেন সিদ্দিক সরকার। 

' নাম্বারটা আমাকে দিন। ' 

নিতান্ত অনিচ্ছায় নাম্বারটা দিলেন তিনি। সাজু সেই নাম্বারে কল দিল পরপর দুবার কিন্তু কেউ রিসিভ করলো না। 

সাজু আর কিছু বললো না। আদনানকে সঙ্গে নিয়ে বের হয়ে গেল। আদনান বাইক চালাচ্ছে। সাজু বিড়বিড় করে মুখ নাড়ছে। আফরিনের মোবাইল গতকাল পাওয়া যায়নি। খু!নি তার মোবাইল সঙ্গে করে নিয়ে গেছে। 
কথা হচ্ছে তাজুলকে যদি কল রিসিভ না করে মেসেজ করা হয় তাহলে সেটা কে করেছে? আর কখন করেছে সেটাও দেখা দরকার। তাজুলের মোবাইল থানায় পুলিশের কাছে জমা আছে। সেখানে মেসেজ টাইম চেক করলেই হয়তো জানা যাবে। কিন্তু কে এই তামান্না? 

মিতুর অফিস উত্তরার ১৩ নাম্বার সেক্টরে। অফিসে গিয়ে সাজু সরাসরি ফয়সাল সাহেবের সাথে কথা বলতে গেলেন। ফয়সাল সাহেব সাজুকে দেখে একটুও খুশি হননি সেটা তার চেহারার দিকে তাকিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। 

সাজু বললো ' কাজের কি খুব চাপ নাকি? ' 

ফয়সাল সাহেব মুখের অন্ধকার বজায় রেখে বললেন ' কোম্পানির চাকরিতে সারাজীবনই চাপ বেশি থাকে। এটা নতুন কিছু নয়। ' 

' তবুও আজ একটু বেশি হবার কথা। যেহেতু মিতু ম্যাডাম নেই তাই দুজনের কাজ একার পক্ষে শেষ করতে হচ্ছে। ' 

' তা ঠিক বলেছেন। যাইহোক আপনি আমার কাছে কেন এসেছেন? ' 

' মিতুর ছোটবোন হ!ত্যার বিষয় কিছু জিজ্ঞেস করতে এসেছি। ' 

' সকাল বেলা তো একগাদা প্রশ্ন করে গেলেন। খু!ন হয়েছে বাসায় সেখানে তদন্ত করেন। অফিসে তো খু!ন হয়নি যে বারবার অফিসে আসবেন। দিনের মধ্যে চৌদ্দবার অফিসে এলে কেমন দেখা যায় বলেন তো? '

' আপনি কি বিরক্ত হচ্ছেন? নাকি কোনকিছু গোপন করার জন্য আমাকে এড়িয়ে যেতে চাইছেন? ' 

' বিরক্ত হচ্ছি এটা ঠিক কথা। কিন্তু এই হ!ত্যার বিষয় আমি তেমন কিছু জানি না যে লুকানোর চেষ্টা করবো। ' 

' আপনি কি সকাল থেকে অফিসের মধ্যেই ছিলেন নাকি বাহিরে গেছিলেন? ' 

' লাঞ্চ করতে গেছিলাম। ' 

' কখন গিয়েছেন আর কখন ফিরেছেন? ' 

' আপনারা আসার কিছুক্ষণ আগেই এসেছি। ' 

সাজু নিজের ঘড়ির দিকে তাকিয়ে রইল। তারপর ফয়সাল সাহেবকে বললেন, 

' কয়টা বাজে দেখুন তো? '

ফয়সাল সাহেব টেবিলের উপর রাখা তার নিজের মোবাইল দেখে বললেন ' তিনটা পঁচিশ! '

' তাহলে তো আমার আর আপনার ঘড়ির টাইম ঠিকই আছে। ' 

' তো কি হয়েছে? ' 

' গতকাল ম্যাডাম মিতুর সঙ্গে সাড়ে বারোটার দিকে লাঞ্চ করতে গেলেন। আর দুইটার দিকে ফিরলেন। কিন্তু আজ তিনটা পর্যন্ত বাহিরে কি করছেন? যেহেতু আপনার অফিসে কাজের চাপ বেশি তাই এতক্ষণ তো বাহিরে থাকার কথা নয়। ' 

' সকাল থেকে শরীরটা ভালো ছিল না। তাই ঠিক সময়ে লাঞ্চ করিনি। তাছাড়া কিছু কাজ ছিল সেগুলো শেষ করে দুটোর দিকে বের হয়েছি। ' 

' আর বাহিরে গিয়ে আমার কাছে কল দিয়ে এই উত্তরা থেকে চলে যেতে হুকুম করেছেন, তাই তো ফয়সাল সাহেব? ' 

' আশ্চর্য, আমি কেন আপনাকে উত্তরা থেকে চলে যেতে বলবো? উত্তরা কি আমার বাবার সম্পত্তি? ' 

' দেখুন ফয়সাল সাহেব, আমি একটা বিষয় কিন্তু বুঝতে পারছি না। আপনি শুধু শুধু রাগ কেন করছেন? আপনার তো সকাল থেকে শরীর অসুস্থ তার উপর আবার রাগ করেন কেন? ' 

' আপনি কি আমার সঙ্গে ফাজলামো করেন? ' 

' ছি ছি তা কেন করবো? এসির মধ্যে বসেও আপনার কপাল নাক ঘেমে জবজবে হয়ে গেছে। মনে হচ্ছে আপনার শরীর সত্যিই ভালো নেই। ' 

' একটা কথা বলি আপনাকে? ' 

' অবশ্যই বলুন। ' 

' মিতু ম্যাডামের বোন যখন খু!ন হয়েছে তখন কিন্তু আমি অফিসেই ছিলাম। সুতরাং আমার কাছে এসে বারবার নিজের সময় নষ্ট করবেন না প্লিজ। কারণ আমি কিছু জানি না। ' 

সাজুর পকেটে মোবাইল কাপছে। মোবাইল বের করে দেখলো বাড়িওয়ালার কাছ থেকে আনা তামান্নার সেই নাম্বারে দিয়ে কল এসেছে। সাজু সঙ্গে সঙ্গে রিসিভ করলো, 

মেয়েটা বললো, 
' আসসালামু আলাইকুম। '

' ওয়া আলাইকুমুস সালাম, আমি কি তামান্নার সঙ্গে কথা বলছি? ' 

' হ্যাঁ আমি তামান্না বলছি। কিন্তু আপনি? ' 

' আমাকে আপনি চিনবেন না। ঢাকায় আপনি যে বাসায় থাকেন সেই বাসার আপনার পাশের ফ্ল্যাটে গতকাল একটা মেয়ে খু!ন হয়েছে। আশা এই ঘটনা আপনার অজানা নয়। ' 

' হ্যাঁ জানি আমি। আফরিন ও মিতু আপুর সঙ্গে আমার পরিচয় ছিল। আমি প্রায়ই তাদের বাসায় যাওয়া আসা করতাম। ' 

' গতকাল আফরিন খু!ন হয়েছে সাড়ে বারোটা থেকে দুইটার মধ্যে। আর দারোয়ান রফিকের কাছে শুনলাম আপনি তখন বাসায় ছিলেন। ' 

' হ্যাঁ বাসায় ছিলাম, কারণ রাতে আমার গ্রামের বাড়িতে রওনা দেবার কথা ছিল। তাছাড়া আমি ছুটি নিয়েছিলাম আগের দিনই। ' 

' তাহলে গতকাল আফরিন বাসায় গিয়ে আপনার সঙ্গে কি দেখা হয়েছে তার? ' 

' না হয়নি, আমি জানতাম না আফরিন বাসায় এসেছে। তাছাড়া মাত্র দুদিন আগেই সে এসেছিল। গতকাল কখন এসেছে আমি জানি না। বিকেলে সাড়ে তিনটার দিকে পুলিশ বাসায় আসে। ' 

' আফরিনের পারসোনাল কোনো বিষয় আপনার জানা আছে কি? ' 

' আফরিন আমাদের বাড়িওয়ালার ছেলের সঙ্গে রিলেশনে ছিল। সম্ভবত ওর বোন মিতু আপু সেটা জানতেন। ' 

' কি বললেন? ' 

' জ্বি ঠিকই বলছি। মিতু আপু যে অফিসে চাকরি করে সেই অফিসের ফয়সাল সাহেব আমাদের বাড়িওয়ালার ছেলের বন্ধু। বাড়িওয়ালার ছেলের রেফারেন্সেই মিতু আপুর চাকরি হয়েছে। ' 

.
সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে আন্টিকে নিয়ে ঢাকা পিজি হাসপাতালে গেলাম। হাসপাতাল থেকে উত্তরা বাসায় ফিরতে ফিরতে বিকাল পাঁচটা। তারপর আবার মেসের জন্য বাজার করতে গেলাম। বাজার করে ফিরে তারপর লেখা শুরু করেছিলাম। সবার আগ্রহ ও ভালোবাসা ছিল বলেই কষ্ট করে লিখলাম। নাহলে এতো পরিশ্রমের পরে একটা লম্বা ঘুম দিতাম। কিন্তু হাজার হাজার পাঠক পাঠিকাকে অপেক্ষা করিয়ে তাদের ঘুম কেড়ে নিয়ে আমি কীভাবে ঘুমাই বলেন তো! 



বাড়িওয়ালার ছেলের রেফারেন্সে মিতু আপুর চাকরি হয়েছে। ওনার নাম সজল সরকার, তিনি তার বন্ধুকে বলে মিতু আপুর জন্য একটা চাকরি যোগাড় করে দিয়েছেন। ' 

' আপনি যা যা বলছেন সবকিছু কি তাদের কাছ থেকে জেনে বলছেন? ' 

' তাছাড়া আর কীভাবে জানবো বলেন? '

' আপনি শুরুতেই জিজ্ঞেস করেছেন আমি কে? আমি কিন্তু আমার পরিচয় দেই নাই। তবুও কেন সবকিছু বলে দিলেন? ' 

' আপনি সাজু ভাই তাই না? '

' হ্যাঁ, তারমানে আপনি জানতেন? '

' জ্বি, আপনি যখন কল করেছেন তখন আমি মোবাইলের কাছে ছিলাম না। আপনি কল করার মিনিট পাঁচেক পরে বাড়িওয়ালা আঙ্কেলও কল করেছিলেন। ' 

' কি বললেন তিনি? ' 

' তার কলও রিসিভ করতে পারিনি। আপনাকে কল করার আগে মাকে কল দিলাম। তিনি আমার কাছে বললেন যে আফরিন হ!ত্যা ঘটনায় কেউ একজন আমার নাম্বার নিয়েছে। ' 

' আপনি ঢাকায় কবে আসবেন? ' 

' তিনদিনের ছুটি ছিল, আজকে দ্বিতীয়দিন চলছে। আগামীকাল রাতের ট্রেনে ঢাকায়  রওনা দেবো। আসলে আমার বাবা খুব অসুস্থ তাই বাড়ি আসা জরুরি ছিল। ' 

' সজল সাহেবের সঙ্গে আফরিনের সম্পর্কটা কতটা মজবুত ছিল? যেহেতু দুদিন আগে আফরিন এখানে এসেছিল। তখন সে সজলের বিষয় কিছু বলেছে! ' 

' একটু সমস্যা ছিল, আঙ্কেলের কাছে সজল ভাই সব বলেছিল। আঙ্কেল মানতে রাজি হচ্ছিল না। ' 

' আপনার সঙ্গে আমার সামনাসামনি দেখা করে কথা বলা খুব জরুরি। ' 

' তাহলে পরশু কথা হবে, যদি বেঁচে থাকি। ' 

' এর আগে যদি প্রয়োজন পরে তাহলে আমি আপনাকে কল করবো। আশা করি বিরক্ত হবেন না। '

' না না সমস্যা নেই, যেকোনো সময় দিবেন। ' 

' আপনার বান্ধবীর নাম কি? যিনি আপনার সঙ্গে থাকতেন। সম্ভবত তিনি সিলেটে অফিশিয়াল কাজে গেছে। ' 

' ওর নাম শাহানা, ও অলরেডি রওনা দিয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে। আপনি ওর সঙ্গে কথা বলতে চাইলে সন্ধ্যা বেলা গেলে পাবেন। ' 

' অসংখ্য ধন্যবাদ আপনাকে। ' 

' ধন্যবাদ আপনাকে দেওয়া উচিৎ। এরকম ফুলের মতো একটা মেয়েকে যারা হ!ত্যা করেছে তাদের খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন। তাই আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রইল সাজু ভাই। ' 

' রাখি তাহলে, আসসালামু আলাইকুম। ' 

কল কেটে দিয়ে সাজু স্থির দৃষ্টিতে ফয়সালের দিকে তাকিয়ে রইল। ফয়সাল এতক্ষণ সাজু ও তামান্নার কথোপকথন শুনে স্তব্ধ হয়ে গেছে। আগের সেই বিরক্তির চিন্হ তার মুখের মধ্যে নেই। বরং সেখানে ঠাঁই মিলেছে হতাশা আর অসহায়। 

সাজু বললো ' সবই তো শুনলেন তাই না? ' 

' জ্বি! '

' তাহলে যতটুকু জানেন সবকিছু বলেন। নাহলে শুধু শুধু নিজেই বিপদে পড়বেন। '

' আমি কিছু করিনি। ' 

' আমিও জানি যে আপনি সরাসরি কিছু করেন নাই। যেহেতু সেই মুহূর্তে আপনি মিতুর সঙ্গে ছিলেন তাই আপনার জড়িত থাকা অযৌক্তিক। আমি জানতে চাই সজল সরকার ও আপনার বিষয়। সজল সরকারের সঙ্গে আফরিনের ও তার বোনের পরিচয় সম্পর্কে। ' 

' তেমন কিছু জানি না। ' 

' যতটুকু জানেন ততটুকু বললে অন্তত আপনার সম্মান ও জেলে যাবার মতো পরিস্থিতি থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। '

' কিন্তু...! ' 

' একটা উদাহরণ দিচ্ছি। এক রাখাল দুটো গরু নিয়ে বাড়ি ফিরছে। হঠাৎ তার একটা গরু মাঠে দৌড়াতে শুরু করে। রাখাল প্রথমে কিছুক্ষণ চেষ্টা করে। তারপর দ্বিতীয় তথা শান্ত গরুটাকে আস্তে করে বেঁধে রাখে। সমস্ত মাঠে দৌড়াতে দৌড়াতে অবশেষে প্রথম গরুটা ধরতে পারে। তখন সেই রাখাল প্রথম গরুটাকে প্রচুর মারধর করে। কারণ ওই গরুটা তাকে অনেক হয়রানি করেছে। '

সাজু একটু থেমে বললো ' এতটুকু বলার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুঝবেন কারণ আমি জানি আপনি বুদ্ধিমান। এবার বলেন। '

' সজল আর আফরিন চার মাস আগে বিয়ে করেছে। বিয়ের কথা কেউ জানে না। গোপনে কোর্টে গিয়ে রেজিস্ট্র করে বিয়ে হয়েছে। ' 

' আপনি নিশ্চয়ই সাক্ষী ছিলেন? ' 

' হ্যাঁ। ' 

' ঠিক আছে তারপর বলেন। ' 

' অনেকটা ঝোঁকের বশেই সজল বিয়ে করে। ওর মাস খানিকের মধ্যে কানাডায় যাবার কথা। প্রায় সব ব্যবস্থা হয়ে গেছে। ' 

' সজল আর আপনার পরিচয় কতদিনের? মিতু বা আফরিন তামান্নার কাছে বলেছে যে আপনি সজল সরকারের বন্ধু। তার সুপারিশের কারণেই নাকি আপনি মিতুকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। ' 

' সজল আমার বন্ধু হলেও সে আমার চেয়ে পাঁচ ছয় বছরের ছোট হবে। বছর খানিক আগে হঠাৎ একদিন সজল বললো যে তার পরিচিত এক আপুর একটা চাকরি দরকার। আমাদের অফিসে তখন কিছু নতুন লোক দরকার ছিল। সজল বলার পরে আমি মিতু ম্যাডামকে অফিসে আসতে বলি। ' 

' তখন কি সজলের সঙ্গে আফরিনের রিলেশন শুরু হয়েছে? ' 

' মনে হয় না। ' 

' ওদের হঠাৎ করে বিয়ে করার কারণ কি ছিল? তা আবার নিজেরা লুকিয়ে লুকিয়ে। ' 

' সজলের বিদেশে যাবার কথা শুনে আফরিন পাগলামি করতো। বিভিন্ন মানসিক চাপের মধ্যে রাখতো তাই সজল হুট করে জিদ করে বিয়েটা করে ফেলে। ' 

' সজল তার বাবার কাছে বলেনি? '

' হ্যাঁ বলেছিল কিন্তু সেটা বিয়ের অনেক পরে। যখন আফরিন প্রেগন্যান্ট হয়ে গেল তখন। ' 

' কি বললেন? ' 

' ঠিকই বলছি, আফরিন দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। সপ্তাহ খানিক আগে সজল তার বাবাকে সবকিছু জানায়। যেহেতু একটা রিলেশন ছিল, তারপর বিয়ে হয়ে গেছে, এখন সন্তান হবে। তাই আর না জানিয়ে উপায় ছিল না। ' 

' সিদ্দিক সরকার মানে সজলের বাবা এদের বিয়ে মেনে নেননি তাই না? '

' জ্বি তাই। সজলকে অনেক বকাবকি করে। ওই বাচ্চা নষ্ট করে আফরিনকে ডিভোর্স দিতে বলেন সজলের বাবা। কথা না শুনলে সজলের বিদেশে যাবার সবকিছু বাতিল করবেন বলেও হুমকি দেন সিদ্দিক আঙ্কেল। ' 

' সজল তখন কি করলো? ' 

' কানাডায় যাবার স্বপ্ন সজলের বহুদিন ধরে। তাই সে আফরিনকে বোঝাতে চেষ্টা করে। বাচ্চাটা নষ্ট করতে বলে সজল, কিন্তু আফরিন কিছুতেই রাজি হচ্ছিল না। '

' তারপরও কি মিতু বা তার স্বামী কেউ কিছু বুঝতে পারেনি? ' 

' তাজুল সাহেব পারেননি কিন্তু মিতু ম্যাডাম বুঝতে পেরেছেন। ' 

' মিতু কিছু বলে নাই? ' 

' সেটা আমি জানি না। আফরিন যখনই বোনের বাসায় বেড়াতে আসে তখন দিনের বেলা তাজুল সাহেব ও মিতু ম্যাডাম অফিসে এলেই সজল তাদের বাসায় যেত। দুপুরে তাজুল সাহেব বাসায় যাবার সময় হয়ে গেলে সেই সময় সজল বাসা থেকে বের হয়ে যেত৷ ' 

' এবার কিছুটা বুঝতে পারছি। ' 

' কি বুঝতে পেরেছেন? ' 

' পোস্টমর্টেম করতে গিয়ে সেই ডাক্তার সাহেব বলেছেন যে মৃত্যুর কিছুক্ষণ আগে মিতু কারো সঙ্গে মিলনে লিপ্ত হয়েছে। আমার মনের মধ্যে তখন কিছুটা অস্বস্তি হচ্ছিল। যেহেতু আপনি বলছেন যে তারা বিয়ে করেছে সেহেতু আমার সেই অস্বস্তি নেই। ' 

' পোস্টমর্টেম রিপোর্ট এলে তখন দেখবেন ওর অন্তঃসত্ত্বার কথাও বের হয়ে আসবে। ' 

' এবার গতকালের ঘটনা বলেন। কেন সজল সরকার তার স্ত্রী ও তার গর্ভের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিল৷ ' 

' সজল আফরিনকে খু!ন করেনি! '

' এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? ' 

' সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি যা জানি তাই বললাম। গতকাল রাতে আমি সজলকে ভালো করে জিজ্ঞেস করলাম। সে আমার হাত ধরে কেঁদে কেঁদে বললো যে খু!নটা সে করে নাই। আফরিনের সঙ্গে মিলন শেষ করে সে বের হয়ে আসে কারণ তাজুল সাহেব আসার কথা ছিল। '

' তাহলে কে হতে পারে খু!নি? আপনার মনের কথা জানতে চাই। ' 

' আমি জানি না! '

' তখন যে নাম্বার দিয়ে কল করে আমাকে উত্তরা থেকে চলে যেতে বলেছেন সেটা কার নাম্বার? ' 

' আমি খুবই লজ্জিত ভাই, আসলে সজল শুধু বারবার অনুরোধ করেছিল তাই বাধ্য হয়ে আমি আপনাকে এসব বলে ফেলেছি। ' 

' সজল যদি খুন না করে থাকে তাহলে আমার তদন্তের মধ্যে বাঁধা দিচ্ছে কেন? ' 

' আসলে যা কিছু হোক আফরিন তো আর ফিরে আসবে না। তাছাড়া সজলের কেন জানি মনে হচ্ছে ওর বাবা কিছু একটা করেছে। ' 

' মানে সিদ্দিক সরকার? ' 

' জ্বি। দু তিনদিন আগে যখন আফরিন এসেছিল তখন সজলেকে তাজুল সাহেবের বাসা থেকে বের হতে দেখেন তিনি। এর আগে সজল সবকিছু আঙ্কেলের কাছে বললেও আঙ্কেল সেসব কিছুই তাজুল বা মিতু ম্যাডামকে বলে নাই। ' 

' কেন? ' 

' কারণ তারা যদি জানতো তাহলে যদি আইনের আশ্রয় গ্রহণ করে। তখন আঙ্কেল কিছু করতে পারবে না। সেজন্যই নিজের ছেলেকে দিয়ে সব শেষ করতে চেয়েছিলেন। ' 

' আপনি বলেছিলেন আপনি নাকি কিছুই জানেন না ফয়সাল সাহেব। অথচ দেখুন, মামলার রহস্য সবটাই আপনার জানা। ' 

' সজলের উঠতে বসতে সকল ঘটনাবলী আমার জানা। সজল সব আমাকে বলে, আমি তারপর মাঝে মাঝে বুদ্ধি দিতাম। ' 

' গতকাল খু!ন করার বুদ্ধিটাও কি আপনার? '

' আমি যদি সেটা বলতাম তাহলে আপনার কাছে এসবের কিছুই বলতাম না। ' 

' আজ তাহলে এ পর্যন্তই থাক। সত্য মিথ্যা কতটা তফাৎ সেটা আগে যাচাই করে আসি। আপনার সঙ্গে অনেক কথা হবে। ' 

' একটা অনুরোধ করি, আমি আপনাকে সবটা বলার চেষ্টা করেছি। আশা করি আমার হয়রানির বিষয়টা আপনি দেখবেন। ' 

' চেষ্টা করবো। একটা সত্যি কথা বলেন তো! আপনি অকপটে এতকিছু কেন বলে দিলেন? ' 

' আমি জানি ময়নাতদন্তের রিপোর্টে আফরিন যে গর্ভবতী সেটা ধরা পড়বে। তখন হয়তো আরো বেশি অনুসন্ধান হবে। সেই সূত্রে আফরিনের সঙ্গে সজলের বিয়ের ব্যাপার বের হবে। যেহেতু বিয়ের কিছু কাগজপত্র আফরিনের কাছে ছিল। তাই ওর বাসায় খুঁজতে গিয়ে সেগুলো পাবেন আপনারা। তখন সেখানে সাক্ষী হিসাবে আমাকে পাবেন। ভবিষ্যত বিপদের কথা চিন্তা করে আমি সবকিছু আগে থেকে বলে দিলাম। ' 

' শুধু খু!নের বিষয়টা ছাড়া। '

' সেই বিষয় আমি জানি না। ' 

' আচ্ছা ঠিক আছে। আপনি কি আমার সঙ্গে সজল সরকারের দেখা করাতে পারবেন? আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। ' 

' সে রাজি হবে কিনা জানি না তবে চেষ্টা করবো। '

অফিস থেকে বের হয়ে আদনানকে সঙ্গে নিয়ে সাজু ভাই একটা রেস্টুরেন্টে গেল। এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি। রেস্টুরেন্টে গিয়ে দুজনেই আগে খাওয়াদাওয়া করে নিল। খাবার শেষ করে বাইক নিয়ে চলে গেল রাজলক্ষ্মীর কফিসিসিয়াসে। এক কাপ ঠান্ডা কফি খেয়ে বের হয়ে থানার উদ্দেশ্যে চলে গেল। 

তাজুল সাহেব মনমরা হয়ে বসে ছিলেন। সাজুকে দেখে চোখ তুলে তাকিয়ে রইল কিছুক্ষণ। 

সাজু বললো ' আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। ' 

' বুঝতে পারছি, বলেন। ' 

' পরশু রাতে আপনার স্ত্রীর সঙ্গে আপনার নাকি অনেক ঝগড়া হয়েছে। তারপর গতকাল সকালে উঠে আবারও ঝগড়া হয়। আপনি আপনার স্ত্রীর গালে থা!প্পড় মা!রেন। কিন্তু কেন? ' 

' এসব আপনাকে কে বলেছে? ' 

' মিতু, আপনার স্ত্রী বলেছে। আপনি তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন, কিন্তু কেন? ঝগড়ার মূল কেন্দ্রবিন্দু কি? ' 

তাজুল সাহেব চুপ করে রইল। সাজু কিছুটা সময় দিয়ে আবার বললো, 

' প্লিজ হেল্প মি। বলেন আপনাদের মধ্যে কি হয়েছে সেদিন? ' 

' আফরিন, মিতুর বোন। ' 

' ভালো করে বলেন। ' 

' বাড়িওয়ালার ছেলে সজলের সঙ্গে আফরিনের রিলেশন ছিল আমি জানতাম না। সেদিন মানে পরশু আমি অফিস থেকে ফেরার পরে সিদ্দিক আঙ্কেল আমাকে ডেকে নিয়ে ছাদে যায়। তারপর তিনি বলেন যে তার ছেলের সঙ্গে আফরিনের সম্পর্ক চলছে। কিন্তু তিনি চান না যে এদের এই সম্পর্কটা পরিপূর্ণতা পাক। তারপর তিনি আরও জানান যে আফরিন নাকি গর্ভবতী। এরপর আঙ্কেল আমাকে অনেক অপমানের কথা বলে। '

' যেমন? '

 ' আমি নাকি নিজের স্ত্রীর বোনকে সম্পদের লোভে তার ছেলের পিছনে লাগিয়ে দিয়েছি৷ কদিন পর সজল বিদেশে যাবে তাই ভবিষ্যতের কথা চিন্তা করে নাকি সবকিছু আমিই করছি। এসব অপবাদ নিয়ে বাসায় আসি, তারপর মিতুর কাছে সবকিছু বলি। মিতু উল্টো আমার সঙ্গে রাগ করে। তখন কথার মধ্যে কথা চলে আসে। ' 

' আপনি এবং আপনার স্ত্রী গতকাল থেকে এখন পর্যন্ত এসব কাউকে বলেননি কেন? ' 

' আফরিন বিয়ের আগেই সজলের সন্তানের মা হতে চলেছিল। এই কথা একটা মৃ!ত মানুষের নামে বলতে মুখে বাধছিল। বেঁচে থাকতে ভুল করে গেছে কিন্তু মৃ!ত্যুর পর তার কুৎসিত ঘটনা কেউ জানুক এটা চাইনি! '

' উহ, তাই বলে নিজে জেলের ভেতর এসে বসে থাকবেন? আর ওদিকে আসল অপরাধী জেলের বাইরে বসে বাবুগিরি করবে। ' 

' আঙ্কেল খুন করতে পারে না। সিদ্দিক আঙ্কেল ও তার স্ত্রী গতবছর হজ্জ করে এসেছে। একজন মানুষ হজ্জ করে এসে এতবড় অপরাধ করবে না তাই না সাজু ভাই? ' 

' তাই যদি হতো তাহলে তিনি ছেলে আর ছেলের স্ত্রীকে মেনে না নিয়ে পেটের বাচ্চা নষ্ট করার কথা কীভাবে বলে? ' 

' কে কার স্ত্রী? ' 

' সজল ও আফরিন বিয়ে করেছিল। ' 

' কে বলেছে আপনাকে? ' 

' ফয়সাল সাহেব বলেছেন। তিনি ওদের বিয়ের সাক্ষী ছিল। ' 

তাজুল সাহেব কিছু একটা বলতে গেল তার আগেই সাজুর মোবাইলে কল এলো। 

' হ্যালো সাজু স্যার? আমি রফিক, সরকার বাড়ির দারোয়ান রফিক আমি। ' 

' হ্যাঁ রফিক ভাই বলেন। চিনতে পেরেছি। ' 

' স্যার দুপুরে তো আপনাকে একটা কথা বলতে পারি নাই। আসলে সাহেবের জন্য সাহস করে উঠতে পারিনি। ' 

' কি কথা? ' 

' গতকাল তাজুল স্যার বাসায় আসার কিছুক্ষণ আগে আমি ছাদে গেছিলাম। আমাদের সিদ্দিক স্যার দুটো ফুলের টব এনেছিল সেগুলো ছাদে রেখে এসেছিলাম। ' 

' আচ্ছা তারপর? ' 

' ফুলের টব রেখে নিচে নামার সময় আমি যখন চতুর্থ তলা থেকে তৃতীয় তলায় নামছি তখন দেখি সিদ্দিক স্যার তাজুল স্যারের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ' 

' আচ্ছা আচ্ছা তারপর? ' 

' স্যার খুব টেনশনে ছিল, চোখে মুখে ভয়ের একটা ছাপ স্পষ্ট ছিল। আমাকে দেখেই আমতা আমতা করে নিচে নেমে গেল। ' 

' তখন দরজা খোলা ছিল নাকি বন্ধ? ' 

' তা তো জানি না স্যার। ' 

' ঠিক আছে, এটুকু বলার জন্য ধন্যবাদ। '

' স্যার আরেকটা কথা। ' 

' হ্যাঁ বলেন। ' 

' আপনারা চলে যাবার পরে মানে এই পনের কুড়ি মিনিট আগে স্যার আমাকে ডাক দিয়ে ছাদে নিয়ে গেল। তারপর আমাকে বলে আমি ডযে তাকে ফ্ল্যাটের দরজার সামনে দেখেছি সেটা যেন আপনার কাছে বা পুলিশের কাছে না বলি। আর সেজন্য তিনি বেশ কিছু টাকা দিবেন বলছেন। ' 

সাজু এবার সকল সন্দেহের দৃষ্টি বাড়িওয়ালা সিদ্দিক সরকারের দিকে গেল। মোবাইল কল কেটে দিয়ে সে সেখানেই চিন্তিত হয়ে বসে রইল।

তবে সাজু কল্পনা করতে পারে নাই যে এরচেয়ে আরো বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বড় ধাক্কা খেল হাসান সাহেবের পাঠানো আফরিনের নাম্বারের কললিস্ট দেখে। 

সাজুর মনে তখন নতুন প্রশ্ন এলো ' আফরিন বাসায় ঢুকতে ঢুকতে তাহলে কার সঙ্গে কথা বলেছিল? কার সঙ্গে বিএফসি তে দেখা করতে চেয়েছিল।








চলবে... 








লেখা:- মোঃ সাইফুল ইসলাম (সাইফ)






NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner