শেষ হয়েছিল চোখের আকুল আবেদনের শুনানি,
না পাওয়ার অপারগতা ঘিরে ধরেছিল আমায়,
কয়েদীর অন্তিম আকাঙ্ক্ষার মতোই অমূল্য তুমি ,
তবু বৃথা আমার এতো ভালোবাসার আয়োজন,
আমি তোমার অস্পৃশ্যতার কারাবাসে বন্দি।
অভিযোগে ছিলে তুমি, গলায় অভিমানের স্বর,
অপ্রকাশিতটুকু বুঝে নিও প্রিয়,
কিংবা ছন্দে মেতে "অন্য কারো সঙ্গে বেঁধো ঘর"।
তোমার প্রাক্তন তোমার স্মৃতিময়,
সাদাকালো এই মিথ্যের শহরে,যদি মনে পড়ে আবার আমায়, হারিয়ে ফেলার আফশোষ,
তোমার কাব্যে ফিরতে রাজি,হয়ে অবেলার বেলা বোস।
অতীত আলিঙ্গনে সুখ খুঁজে যাই উত্তরের ধ্রুবতারায়,
সেলফোনে আলাপি প্রেম, ছুঁতে না পারার সাধ,
ফেলে যায় টুকরো স্মৃতির পাতায় অজস্র আঁচড়ের চিহ্ন।
স্থগিত হয়েছিল মধ্যরাতের নিঃশব্দে তোমার সঙ্গ,
মাঝে মধ্যে একটা-দুটো মন্তব্য,
তুমি বোধহয় আমি'তেই পরিশ্রান্ত।
নির্জন রাতের স্তব্ধ অলসতায় মোড়া তোমার উদাসীনতা--
আমার ব্যার্থতার প্রতিশব্দ।
ধূসরতার মলিন অভিব্যক্তি তোমার অবয়বে,
তবুও আলোকবর্ষের দূরত্বে আমি অপেক্ষার মূল্য দিয়ে প্রতি প্রহরে,
জানি দেখা হবে কোনো এক অচেনা,অজানা শহরে।
( সমাপ্ত )
লেখা: অনন্যা