Leave a message
> নদী কথন
-->

নদী কথন



ফিরে আসি বারবার,উদাস হাওয়ায় ভর করে,
মন চলে যায় দূর, বহুদূর শুন্য নদীর এই তীরে।
উত্তাল ঢেউ,স্রোতের টান আদিগন্ত জলরাশি
এলোমেলো হাওয়া,আগ্রাসী টান,ছেঁড়া পাল যায় ভাসি।
প্রিয় বন্ধু,প্রিয় সময়,প্রিয় শহরে প্রিয় সে প্রহর
পুরনো সময় কতো কথকথন,কতো স্মৃতির প্রহার।
কতো ভালো লাগা,আরো পাশে থাকা নদীতে মিশায়ে সুখ
সকাল গড়াবে সন্ধ্যে হারাবে,কথার ঝুড়ি নাহি ফুরাবে,শুন্য রবে বুক।
সেথা চলে জীবন,থেমে নেই কিছু মিলায়ে নিখিল অখিল,
বিস্তৃত সলিলে হারায়ে সবই,উড়ে চলে পুরনো শঙ্খচিল।
কালের কথন শেষ হবে সবই, বিলীন হবে সব আয়োজন।
মিশবে নদী বুকে,হারাবে জীবন, শেষ হবে সব লেনদেন।



Writer:- Sayeda Sultana Sumi
 

Delivered by FeedBurner

a