![]() |
Islamic Poetry |
'আল্লাহু আকবার, আল্লাহু আকবার', বলিয়া
মুয়াজ্জিন দিচ্ছে আযান,
মধুর সুর তুলিয়া।
কিন্তু, তুমি আছো কোন ফিকিরে?
যাচ্ছো না কেন মসজিদে ?
'আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ'
প্রশংসা কর তার,
যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা।
ধৌত করতে ভিতরে অহংকার
মশগুল থাক, করিতে জিকির-আজকার।
'আশহাদু আন্না মুহাম্মাদার রসুলুল্লাহ (দঃ)'
লক্ষ-কোটি দুরুদ ও সালাম, তার উপর
যার জন্য পেয়েছি, এত সুন্দর
দীন-ব্যবস্থা।
শোন মুয়াজ্জিন বলছে 'হাইয়্যা আলাস্ সালাহ'
দাও তাড়াতাড়ি তোমার,
দুনিয়াবি কর্মের দোকানে তালা।
অযু করিয়া, হইয়া পবিত্র ,
নামাজে দাড়াও কাধে কাধ মিলিয়া,
সকল শত্রু-মিত্র।
'হাইয়্যা আলাল ফালাহ' বলিয়া
মুয়াজ্জিন তোমার কল্যানের জন্য,
যায় মধুর সুরে ডাকিয়া।
থেকো না মিছে কল্যানের সন্ধানে,
মরীচিকায় পড়িয়া।
'আল্লাহু আকবার, আল্লাহু আকবার'
দাড়াও নামাজে, রাখিয়া সকল কারবার
শান্তির পথে এসো,
পালন কর আদেশ,
মহান সৃষ্টিকর্তার।
'লা- ইলাহা ইল্লাল্লাহ ' বলিয়া
মুয়াজ্জিন যখন করিলো, আজানের সমাপ্তি,
এসো মসজিদে,
করতে ইবাদতে,
রয়েছে ইবাদতে মহাতৃপ্তি।।
লেখায়:
মোঃ ইমতিয়াজ হোসেন আরান