Leave a message
> দেশপ্রেমিক - Logical Discussion - Boipoka365
-->

দেশপ্রেমিক - Logical Discussion - Boipoka365


Logical Discussion

১৬ ডিসেম্বর ঠিক রাত ১২ টায় শহীদ মিনারে ফুল দিয়েছি। ১ মিনিটও দেরি করি নি। কারণ আমি একজন দেশপ্রেমিক।

.

প্রতিবেশির মেয়েটা সেদিন গোশত গোশত বলে কাঁদছিল। পরদিন আমি গোশত রান্না করলাম কিন্তু দেওয়া হয়ে ওঠে নি।

তাতে কি? ২৬ মার্চ রাত ১২ টায় তো ফুল দিয়েছি। আমি একজন দেশপ্রেমিক

.

সেদিন এক মেথর পাশ দিয়ে হেঁঠে যাচ্ছিল। পোশাক পরিষ্কার থাকলেও, মেথর তো!! তাকে দেখেই যেন গন্ধ লাগছিল। দ্রুত নাক চেপে ধরলাম।

তাতে কি? আমি তো ১৬ ডিসেম্বর রাত ১২ টায় শহীদ মিনারে ফুল দিয়েছি। খাঁটি দেশপ্রেমিক।

.

রাস্তায় এক বৃদ্ধ বলেছিল "বাবা আমাকে একটু ওপারে দিয়ে আসবে? একা রাস্তা পার হতে ভয় লাগে"। আমি একটা ঝাড়ি দিয়ে বলেছিলাম "ধুর বাবা আমি নিজেই বিজি আসছে রাস্তা পার হতে"। বলে হনহন করে চলে গেলাম।

তাতে কি? আমি তো একজন দেশপ্রেমিক ২৬ মার্চ ফুল দিয়েছি।

.

এক ভিক্ষুক দরজায় এসে বলল "আমাকে একটা পুরোনো সোয়েটার দিবেন? খুব শীত লাগে"। আমি বললাম "না না পুরোনো সোয়েটার নেই। এখন যান"। যদিও পুরোনো ট্রাংকে দুটো সোয়েটার আছে যেগুলো ২-৩ বছর হল ব্যবহার করিনি। কিন্তু সেগুলো তো আর ছেড়া নয় যে দিয়ে দিব।

আমি একজন দেশপ্রেমিক হুম। ১৬ ডিসেম্বর ঠিক রাত ১২ টায় শহীদ মিনারে ফুল দিয়েছি।

.

আমাদের বাড়ির অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। গরীবদের খুঁজে খুঁজে খেতে দিতে অনেক সময় লাগবে। আমি অনেক ব্যস্ত।

সেই সাথে আমি একজন দেশপ্রেমিকও। ২৬ মার্চ রাত ১২ টায় শহীদ মিনারে ফুল দিয়েছি।

.

আমার কনস্ট্রাকশনে সেদিন এক মজুর দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে গেল। ব্যাটা শরীরে শক্তি নেই এসেছে কাজ করতে। দিলাম এক ঘাড় ধাক্কা। এমন মজুর দরকার নেই আমার।

তাতে কি? আমি তো খাঁটি দেশপ্রেমিক। ১৬ ডিসেম্বর ঠিক রাত ১২ টায় ফুল দিয়েছি।

.

সারাবছর কি করলাম সেটা কোন ব্যাপার না। এই বিশেষ দিনগুলোতে শহীদ মিনারে গেলাম কিনা সেটাই আসল ব্যাপার। ফুল দিব, কিছু সেলফি নিব, ফেসবুকে আপলোড দিব, সবাই তাতে বাহবা দিবে আর আমার অনেক প্রশংসা করবে। তবেই তো আমি প্রকৃত দেশপ্রেমিক বলে বিবেচিত হব।



( সমাপ্ত )




Writer: Asma Aktar Urmi

 

Delivered by FeedBurner

a