![]() |
Logical Discussion |
করোনা থেকে আমরা যা শিখলাম:
১। আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নয়।
২। চায়না একটি মিসাইল না ছেড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ জিতে গেল।
৩। ইউরোপিয়ানরা অত শিক্ষিত নয় যতটা তাদের চেহারা দেখলে মনে হয়।
৪। বড়োলোকের রোগ প্রতিরোধ ক্ষমতা গরিবের চেয়ে কম।
৫। কোনো পীর, ধর্মযাজক বা পুরোহিত করোনা থেকে আপনাকে বাঁচাতে পারে না।
৬। ধরণীতে মানুষের চেয়ে বড় ভাইরাস আর নেই।
৭। এবার আমরা মানুষরা বুঝলাম চিড়িয়াখানায় জীবজন্তুরা কেমনভাবে দিন কাটায়।
৮। জাঙ্ক আর ফাস্ট ফুড ছাড়া আমরা বেঁচে থাকতে পারি।
৯। স্বাস্থ্যই সকল সুখের মূল।
১০। পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছেন।
লেখা: তারিক হক
( আইডিয়াটি ইন্টারনেট থেকে পাওয়া )