Bangla Love Story |
জামা কাপড় পুরাতন হলে ফেলে দিতে পারো, কিন্তু একটা সম্পর্ক পুরাতন হলেও সম্পর্কের মানুষটিকে বিন্দুমাত্র অবহেলা করো না।
এলাকার পরিচিত এক দাদা দুইটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় অাট বছর পর স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেন।
পরে অবশ্য দ্বিতীয় স্ত্রীর সন্তান হয়েছে । তবুও প্রায়ই ঝগড়া শুনতে পেত অনেকে। দ্বিতীয় স্ত্রীর অভিযোগ, উনার স্বামী মধ্য রাতে তাকে ঘুমের মধ্যে রেখে প্রথম স্ত্রীর কাছে চলে যায়।
কথায় কথায় একদিন জানতে চাইলাম, "অাচ্ছা দাদা নতুন দাদীকে রেখে তুমি পুরাতন দাদীর কাছে যাও কেন?
পরিচিত সে দাদা উত্তর দিত, "নাতি-রে, পুরান চাউল ভাতে বাড়ে। অার পুরান সম্পর্কে ভালোবাসা কমে না, বাড়ে।"
এক পরিচিত দোকানে প্রায়ই চুল কাটাইতাম। অামাকে দেখলে সে সবসময় বলত, "অারে পুরান লোক অাসছে। বসেন, বসেন।"
শুনতে ভালোই লাগত। কিন্তু একদিন সিরিয়াল থাকায় অনেকক্ষণ বসতে হলো। তখন খেয়াল করলাম প্রতিটা কাস্টমারকে সে একই কথা বলছে।
একজন জানতে চাইল, "অাপনার কাছে নতুন লোক কে? সবাই পুরাতন?"
তিনি উত্তর দিলেন, "ভাই, পুরাতন সম্পর্ক মানেই ভালোবাসা বেশি।"
যদি তুমি মনে করো সম্পর্কের মানুষটি পুরাতন হয়ে গেছে, অারেকটি নতুন দরকার। সেটা ভেবে যদি সম্পর্কের মাননুষটিকে অবহেলা করো, মনে রেখো তোমাকে দিয়ে অার যাই হোক ভালোবাসা হবে না।
তাহলে তো বউ পুরাতন হয়েছে মনে করে তুমি অারেকটি বিয়ে করার জন্য অাপ্রাণ চেষ্টা করবে।
যেকোন জিনিসকে অনাদরে, অবহেলায়, অযত্নে রাখলে সে জিনিস নষ্ট হয়ে যায়। সম্পর্কটাও তেমন। সম্পর্কের মানুষটিও একসময় অবহেলা সইতে না পেরে অনেক দূরে চলে যাবে।
তুমি-ই বা কতটুকু অবহেলা সইতে পারবে? দেয়ালের সাথে পিঠ ঠেকে গেলে একসময় তুমিও সামনে এগিয়ে যাবে বিপদ জেনেও।
সম্পর্কের মাননুষটির সাথে রাগ অভিমান থাকতেই পারে। তার অপেক্ষা না করে তুমি নিজেই এগিয়ে গিয়ে রাগ ভাঙাও।
অবহেলা অনাদরে সুন্দর একটি সম্পর্ক চিরতরে শেষ হতে দিও না। পরে বুক চাপড়ে কাঁদতে হয়।
পাথর যতই শক্ত হোক, একের পর এক অাঘাতে সেও একসময় টুকরো টুকরো হয়ে যায়। তেমন প্রতিটা সম্পর্ক পাথরের মত শক্ত বন্ধন হলেও যদি অবহেলার উপর অবহেলা করতেই থাকো, সে সম্পর্ক কখনো টিকবে না।
"সম্পর্ক তো অনেকেই করে, টিকিয়ে রাখতে পারে কয় জন?"
( সমাপ্ত )
লেখা: ওমর ফারুক শ্রাবণ