আকাশ, বিকালে রেডি হয়ে অনন্যা পার্কে যায়, পার্কে গিয়ে বসে আছে কিন্তু মালিহা আসছে না, আকাশ পার্কের চারপাশে চোখ বুলিয়ে দেখছে, হটাৎ একটা গাছের নিচে নজর পড়ে, সে লক্ষ্য করে মানহা দাঁড়িয়ে আছে, তাও আবার একা, ওর সাথে কেউ নাই...!
মনে খটকা লাগলো, কিরে এই মেয়ে এখানে কি করে,ধুর যা করার করুক আমার কি, আর পার্কে যে কেউ আসতেই পারে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছে, তবে আমি ভাবতেছি ওর সাথে গিয়ে একবার কথা বলবো, কিন্তু পরক্ষণেই ঐ দিনের কথাগুলো মনে পড়লো, নাহ ওর মত ও থাক, আমার মত আমি,
কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মানহা আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে, নিজরে কাছেই কেমন যেন একটা অশান্ত ফিল হচ্ছে, নাহ এখানে থাকা যাবে না, সামনের দিকটায় এগিয়ে গিয়ে মালিহার জন্য অপেক্ষা করি, ওমা একি দেখি মানহাও আমার পিছে পিছে আসছে,
আকাশ,এই আপনি আমার পিছু নিয়েছেন কেন...?
মানহা, কথা কম বলবি....
যা বলবো তার সোজা উত্তর দিবি, সাদিয়া কে....?
আকাশ, আরে আজিব তো সাদিয়া কে সেটা জেনে আপনার কি প্রয়োজন....?
মানহা, আমার প্রয়োজন থাকবে না তো কার প্রয়োজন থাকবে কুত্তা* বাচ্চা বলে কলার ধরে ফেলে, বলেছি না একটাও কথা বলবি না,
আকাশ, আরে আরে কি করছেন কলার ধরেছেন কেন...?
আশে পাশে মানুষজন দেখছে, কলারটা ছেড়ে দিন...?
মানহা, এখন কিন্তু এমন কিছু করবো তুই ভেবেও কুল করতে পারবি না বলে দিলাম, আর কে দেখছে না দেখছে সেটা নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই,কার সাথে দেখা করতে এসেছিস মালিহার সাথে....?
আকাশ, আরে আজিব তো, আমি যাই করি মালিহা আর মানহা কি ভাবে খবর পেয়ে যায়,
হা মালিহার সাথে দেখা করতে এসেছি...!
মানহা, কেন এসেছিস ঐ মেয়ের সাথে দেখা করতে...?
আমাকে কি তোর ভালো লাগে না...?
দেখতো আমার দিকে তাকিয়ে আমি কত সুন্দর..?
আকাশের এবার রাগ উঠে যায়, সে ঝাড়ি দিয়ে মানহার থেকে কলারটা ছাড়িয়ে নিয়ে মানহার গালের মধ্যে কোষে কয়েকটা লাগিয়ে দেয়....
এই মেয়ে তোর সমস্যা কি হা...?
সেই কখন থেকে দেখছি উল্টা-পাল্টা বকাবকি করছিস, আর তুই কলার ধরেছিস কোন সাহসে...?
আর আমি কার সাথে কথা বলবো কার সাথে দেখা করবো সেটা কি তুই ঠিক করবি নাকি....?
মনে নেই সেদিন কিভাবে অপমান করেছিলি...?
যদি তোর সাথে আমার রিলেশন থাকতো তাহলে আমাকে নিয়ে এন্টারফেয়ার করতি, কিন্তু এখন তুই কোন অধিকারে আমার কলার ধরেছিস...?
মানহা,গালে হাত দিয়ে চুপ করে আছে,
আকাশ, এই মেয়ে এখন কথা বলছিস না কেন...?
মানহা, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে।
আকাশ, এই তুই যা তো আমার সামনে থেকে, এখন মালিহা আসবে সে এসে তোকে দেখলে উল্টা-পাল্টা ভাববে পরে...?
মানহা,মালিহা আসবে না...।
আকাশ, মালিহা আসবে না মানি...?
মানহা, কারন সে এসে গেছে অনেক আগেই,আর সে এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে।
আকাশ, মানে কি বলছিস তুই...?
মানহা, হা আমিই মালিহা আর আমিই মানহা...
নাম দুইটা তবে মানুষ একটাই, তোমায় সেদিন আমার নাম কি বলেছিলাম মনে করে দেখো তো...?
আকাশ,
মালিহা ইসরাত মানহা,
আকাশ, তো কি বলবে কিছু বলার মত ভাষা খুজে পাচ্ছে না সে,এখন তার চোখে সমস্ত কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছে সে..
Oh shit man,
এই মানহা সরি সরি সরি, আসলে আমি বুঝতে পারি নি..
না বুঝেই তোমার গায়ে হাত তুলে ফেলেছি।
মানহা,লাগবে না সরি,
মেরে টেরে এখন আসছে সরি,তোমার সরি তোমার কাছে রাখো...
আমি গেলাম বলে হাটা দেয়,
আকাশ, দৌড়ে গিয়ে মানহা হাত ধরে ফেলে, মানহা সত্যি আমি বুঝতে পারি নি, এবারের মত মাফ করে দাও..?
মানহা, আচ্ছা মাফ করতে পারি একটা শর্তে...?
কথা দাও আজকের পর কোন মেয়ের সাথে কথা বলবা না...?
আকাশ, আচ্ছা কোন মেয়ের সাথেই কথা বলবো না কথা দিলাম,
মানহা, এবার চলো ফুচকা খাবো..?
আকাশ, আচ্ছা চলো, দুজনে মিলে দুই ফুচকা ওর্ডার করলাম, আমি ৪ টা খেতে খেতে ওর পুরো প্লেট শেষ, অবুক এটা মেয়ে না পেটুক।
মানহা, এই দেখি তোমার মনে হয় খেতে কষ্ট হচ্ছে দাঁড়াও আমি হেল্প করছি বলে আমার প্লেট থেকেও ভাগ বসালো
আকাশের বুঝা হয়ে গেছে এই মেয়ে পেটুক না মহা পেটুক, তবে সমস্যা নাই আমার তাতেও চলবে।
অনেকটা সময় ঘুরাঘুরি করে বাসায় চলে আসলাম, বাসায় এসে তো দুজনেই ফোন নিয়ে বিজি, শিশির কণা আইডিটা থেকে ব্লক খুলে দিছে, দুজনেই চুটিয়ে প্রেম করছি, রাতের বেলায় খাবার খেয়ে আবার বিজি হয়ে গেলাম দুজনেই,
আকাশ, আচ্ছা কলিজা তোমার আইডির পাস টা দাও তো...?
মানহা, এই তুমি আমার আইডির পাস দিয়ে কি করবে...?
আকাশ, আরে পাগল কি করবো,আমারটা তো তুমি হ্যাক করে নিয়েছো, তোমার কাছে তো আমার আইডি আছে, তোমারটাও আমাকে দাও...?
মানহা, এহহ পাগল নাকি আমার আইডি পাস তোমাকে দিতে যাবো...?
আকাশ, এই দিলে কি হয়,আমি এই তো...?
মানহা, না দেওয়া যাবে না, আমার আইডিতে অনেক পার্সোনাল জিনিস আছে, সেগুলা তুমি জেনে যাবে, আইডি দেওয়া যাবে না..!
আকাশ, মনে মনে বাহ ছেমড়ি বাহ, আমার আইডি পাস ওর কাছে থাকবে কিন্তু আমি খুজলে ওর দিতে সমস্যা, ওকে ম্যান আমিও কম না, তুমি কি মনে করছো আইডি খালি তুমিই হ্যাক করতে পারো আমি পারি না, অস্ত্র জমা দিছি ট্রেনিং এখনো ভুলি নাই,
আচ্ছা লাগবে না, তারপর কিছু সময় কথা বললাম,
মানহা, কলিজা আমার ভালো লাগতেছেনা এখন ঘুমাবো,কালকে কথা বলবো,
আকাশ, আচ্ছা ঘুমায় পড়ো...!
মানহা, তুমিও তাড়াতাড়ি ঘুমায় পড়বা কেমন...?
আকাশ, আচ্ছা তারপর মানহা চলে গেলো, ইশ সাদিয়া বউটার কথা খুব মনে পড়তেছে, আচ্ছা দেখি ব্লক লিস্ট থেকে ওকে আনব্লক করি, লাইনে থাকলে কিছু সময় কথা বলবো পরে আবার ব্লক করে দিব, মানহা বুঝতেও পারবে না,
আনব্লক করতেই দেখি সাদিয়া মেসেজ দিলো, কিরে হারামির বাচ্চা বউ বাচ্চা ফালাইয় রাইখা কই গিয়া মরছিলি...?
আকাশ, চুপ -
সাদিয়া, এখন কথা বলিস না কেন...?
বাবুর আম্মু, ময়নামতি জান্টু মন্টু বইলা রিলেশন করলি, এখন আমারে ভালো লাগে না...?
আকাশ, সাদিয়া তুমি যেমন ভাবছো তেমনটা না, আসলে হয়েছি কি সাদিয়া, আকাশকে বলতে না দিয়ে ঐ বারোভাতারী পোলা চুপ থাক, তোরে একবার সামনে পাই তোর ১৪ পুরুষের নাম আমি ভুলাইয়া দিমু,
আকাশ, ও ও ও -
এইডা কি কইলো...
সাদিয়া বাবু সোনা একটু শুনো আমার কথা..?
সাদিয়া, একটা লাথি দিয়া বুড়ি গঙ্গায় ফালামু, পরে ঐখান থেইকা তুইলা আইনা ম্যানহোলে ফালমু,পরে ম্যানহোল থেইকা তুইনা আইনা মাথা নেঁড়া কইরা দিয়া তোর টাক বেলটার মধ্যে একটা চুমু দিয়া কমু যাহ খোকা করোনা আর তোরে ধরবো না, বেয়াদ্দপ পোলা আসছস কোথাকার..
এতদিন পর আসছে বাবু শোনা, সামনে থেইকা যা আমার।
আকাশ, অপমান ঘোর অপমান, নাহ ওরে ছাড়া যাইবো না, এই সাদিয়া নাহিদ কাক্কুর বউ, তোর মত মেয়ে আমার লাগে না, শোন তোরে আমি কি করমু জানস..?
জানস না তো..?
হা কি করমু আমিও জানিনা,
ভাগ সালি, আমার বাবুর নতুন একটা আম্মু হইছে, এবার তুই গিয়া মুড়ি খা,
বইলা দিলাম ব্লক...!
এবার মিশন দিব মানহার আইডিতে, মানহার আইডি এক্সেস নিব ভাবতেছি, যেই ভাবা সেই কাজ,ত্রিশ মিনিট পর মানহার আইডি হ্যাক করতে সক্ষম হলাম, মানহার আইডি লগ-ইন করার পর তো আমাশ হুশ এই উড়ে গেলো, ও আল্লাহ এ কি দেখছি আমি।
এ তো পুরা জানুর দোকান খুইলা বসছে, একটা না দুইটা না ১২ টা জানু,আমার সিরিয়াল ১৩ নাম্বারে, কত্ত গুলা পোলার লগে টাংকি মারে এই মাইয়া, ও আল্লাহ আমি তে পুরা সেন্সলেস,নাহ এই মাইয়ারে বিশ্বাস করে একদম ভুল কাজ করছি,দাঁড়াও জানু তোমারেও আমি মজা বুঝামু সকাল টা হইতে দাও, আইডিটা লগ-আউট করে বের হয়ে গেলাম,
সকাল বেলায় ঘুম থেকে উঠে নেটে আসতেই মানহার মেসেজ,
কলিজা গুড মর্নিং, আমার কলিজাটা কি করে...?
আকাশ,কোন কলিজারে বলতেছো...?
আমার সিরিয়াল তো ১৩ নাম্বারে...
সিরিয়ালে যারা আগে আছে ওদেরকে বলা শেষ হইছে...?
মানহা....
চলবে.....
Writer:- আকাশ মাহমুদ