> দিঘির জলে কার ছায়া গো
-->

দিঘির জলে কার ছায়া গো


বইয়ের নামঃ দিঘির জলে কার ছায়া গো
লেখকঃ হুমায়ূন আহমেদ
সব সময়ই রোমান্টিক উপান্যাস পড়তে পছন্দ করি। তাই দিঘির জ্বলে কার ছায়া গো উপন্যাসটাও পড়ে ফেললাম।
এই গল্পের নায়কের নাম মুহিব। মুহিব নামের চরিত্র নিয়ে লেখা হুমায়ূন আহমেদ স্যারের আরো একটা উপন্যাস পড়েছি ২ টাই অনেক ভালো লেগেছে যদিও ২ টা গল্পের মুহিবের চরিত্রতে ভিন্নতা আছে।
দিঘির জ্বলে কার ছায়া গো উপন্যাসে মুহিব চরিত্রটা অন্যরকম ভাবে উপস্থাপন করেছেন লেখক। মুহিবকে তার বাবা অর্ধমানব আর গাধা বলে ডাকে। মুহিব ২ বারের চেষ্টায় B.A পাস করে তবু 3rd division নিয়ে এতে তার শিক্ষক বাবা তাকে সার্টিফিকেট ছাগলকে দিয়ে খাওয়াতে বলে এবং মুহিব সত্যি সত্যিই তাই করে। মুহিবের সাথে গল্পের নায়িকা এর পরিচয়ও অদ্ভুত ভাবে নায়িকার ড্রেনে পড়ে যাওয়া থেকে ।
এক সময় মুহিব হটাত করে অভিনয় করার সুযোগ পেয়ে যায় ৷ তবে এর মাঝে তার বদ মেজাজী বাবা মিথ্যে মামলাতে জরিয়ে পড়ে এই ঘটনা নিয়ে গল্পের অনেকটা সময় পাড় হয়। পুরো গল্প জুড়েই মুহিব চরিত্রটাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে তাতে সবারই ভালো লাগার কথা এবং সাথে গল্পের শেষটাও ছিল সুন্দর ।
যায় হোক সব বলে দিলে বই পড়ে মজা পাওয়া যাবে না।
এক কথায় যারা রোমান্টিক গল্প পছন্দ করেন তারা নিরাশ হবেন না আশা করি.

Writer:- Alif Mahamud Joy
 

Delivered by FeedBurner

a