Leave a message
> আমি তপু
-->

আমি তপু


বুক:- রিভিউ
বই:-আমি তপু
লেখক:- মুহম্মদ জাফর ইকবাল

মুহম্মদ জাফর ইকবাল স্যারের লেখা সম্পর্কে কম বেশি ধারণা সবারই আছে। আজ আমি বলতে এসেছি “আমি তপু” উপন্যাস সম্পর্কে। তার লেখা সম্পর্কে না বলাই ভালো কারণ সবাই জানে তিনি অসাধারণ লিখেন।
“আমি তপু” উপন্যাসে,“তপুর বাবা মারা যাওয়ার পর কোন কিছু বোঝার আগেই তপুর জীবনটা হঠাৎ করে পাল্টে যায় চিরদিনের মতোই।তপুর মা তপুকে একদম সহ্য করতে পারে না। তপু তার মায়ের কাছেই যেতে পারে না। বিনা কারণে মার খেতে হয়। দেখতে দেখতে তার আপনজনেরা দূরে সরে যেতে থাকে,এক সময় তপু আবিস্কার করে সে একা। একেবারেই একা।
নিঃসঙ্গ কিশোরের এই দুঃসহ জীবনে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় বিচিত্র সব সঙ্গী সাথী।সে যখন বাড়ি থেকে পালানোর চিন্তা করে তখনই প্রিয়াঙ্কা নামক বান্ধবী তপুর জীবনে এসে তপুর জীবনকে বদলে দেয়। সফলতার পথ দেখায়।"
এই উপন্যাসে দুইটা জিনিস খুবই বাজে লেগেছে আবার দুইটা চরিত্র অনেক বেশি ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে তপুর ইঁদুরের সাথে বন্ধুত্ব হওয়াটা।
খারাপ লাগার মধ্যে একটা হলো,“গল্পে মায়ের চরিত্রটা খুব বাজে লেগেছে!একটা মা কখনোই এমন ব্যবহার করতে পারেন না যেমন ব্যবহার তুলে ধরেছেন।" আরেকটা হলো তেরো বছরের ছোট ভাই পরিবারের সবার চোখের মণি থাকে। যতো যাই হোক ছোট ভাই ভালোবাসা পাবেই। কিন্তু তপুর বড় ভাই ও বোন তপুর দিকে খেয়ালই করেন না। এটা কিভাবে হয়?
ভালো লাগার বিষয়টি হলো,“প্রিয়াঙ্কার চরিত্র এবং প্রিয়াঙ্কার বাবার চরিত্র প্রিন্সিপাল ম্যাডামের চরিত্রটাও অসাধারণ ছিলো। প্রিয়াঙ্কা মেয়েটি দারুণ চঞ্চল।ক্লাসের সবাইকে সে মাতিয়ে রাখে। বিক্ষিপ্ত ভাবে আনন্দ বিলিয়ে সে সুখ পায়। সে সবাইকে সাথে নিয়ে চলতে চায়। বইটি পড়ার সময় আমার স্বপ্নের রানীকে প্রিয়াঙ্কার মতো কল্পনা করতে ভালো লাগতো। আসলে এখনো আমি চাই “আমি তপু” উপন্যাসের প্রিয়াঙ্কা মেয়েটির মতো কেউ আমার জীবন সঙ্গিনী হোক।
আর প্রিয়াঙ্কার বাবা একজন লেখক তিনি অবলুপ্ত প্রানীদের নিয়ে লেখা লেখি করেন। তিনি অন্য সব বাবার মতো মেয়েকে বেধে রাখেননি। মেয়েকে খোলা আকাশে উড়তে দিয়েছেন। আর না বলি! আপনারা পড়ে নিয়েন।
আমার কাছে উপন্যাসটি খুবই ভালো লেগেছে৷ তপুর দুঃখের কাহিনি পড়তে গিয়ে প্রায় কেঁদেই দিয়েছিলাম। চোখ টলমল করছিলো,এখনই যেনো চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। সব মিলিয়ে দারুণ লেগেছে।

Writer:- জুবায়ের আল মাহমুদ
 

Delivered by FeedBurner

a