> প্যারাসাইকোলজি - ছায়াস্বর্গ
-->

প্যারাসাইকোলজি - ছায়াস্বর্গ




বইঃপ্যারাসাইকোলজি- ছায়াস্বর্গ
লেখকঃ মোশতাক আহমেদ
ধরণ : রহস্য ও গোয়েন্দা
পৃষ্ঠা : ১৬০
প্রকাশনী : অনিন্দ্য প্রকাশ

বইয়ের ফ্ল্যাপের কথাঃ

জোছনা রাতে মানুষের একটি ছায়া থাকে। কিন্তু ইলার ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। জোছনা রাতে ইলার থাকে দুটি ছায়া। তাও একটি পুরুষের এবং একটি নারীর। ইলার এই দুই ছায়ার রহস্য উন্মোচনের জন্য ডাক্তার তরফদারের দ্বারস্থ হন ইলার হতবিহল বাবা মা। পুরুষ ছায়ার উৎস খুঁজতে গিয়ে ডাক্তার তরফদার ইমন নামের এক যুবকের সন্ধান পান। এই যুবক জোছনা রাতে ছায়া হয়ে ইলার কাছে আসে, ইলাকে সম্মোহিত করে এবং ফিসফিস করে কথা বলে। অথচ বাস্তবে ইমনের সাথে ইলার কীভাবে পরিচয় হয়েছে, নাকি আদৌ হয়নি, তা ইলা বলতে পারে না। এদিকে ইলার জীবনে ইমনের উপস্থিতির তথ্য প্রকাশ হলে ইলার বিয়ে ভেঙ্গে পড়ার উপক্রম হয়। অবশ্য সেদিকে ইলার কোনো ভ্রক্ষেপ নেই। তার ইচ্ছে ইমনের কাছে যাওয়া, ইমনকে কাছে পাওয়া। কিন্তু ইমনের ঠিকানা সে জানে না, ইমনকে চেনেও না। জোছনা রাতে সে শুধু ইমনের কালো ছায়া দেখেছে। তারপরও সে ঘর ছাড়ে। ইমন যেখানেই থাকুক না কেন, তাকে সে খুঁজে বের করবে। এদিকে ইলাকে খুঁজতে গিয়ে ডাক্তার তরফদার সন্ধান পান ছায়াস্বর্গের। এই ছায়াস্বর্গেরই মোহে মোহান্বিত হয়ে ঘর ছেড়েছে ইলা। এই মোহ থেকে ইলাকে কিছুতেই ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। কারণ এখানে আছে ইলার প্রিয়, অতিপ্রিয় ইমন। আর আছে অদ্ভুত আর অদ্বিতীয় ছায়ালেবু, যা কিনা ইলাকে এক ঐশ্বরিক ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতার বলে ইলা এখন রহস্যময়ী স্বর্গীয় অপরূপা এক নারী।
কী এই ছায়াস্বর্গ? কীভাবে সাধারণ ইলাকে এই ছায়াস্বর্গ এক স্বর্গীয় নারীতে রূপান্তরিত করেছিল? আর দুই ছায়ার উৎসওবা কী ছিল? আর কী ঘটেছিল ইমন আর ইলার জীবনে? তাদের সম্পর্কের শেষ পরিণতিওবা কী হয়েছিল?

পাঠপ্রতিক্রিয়াঃ

ইলা আর ইমন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। তবে সম্পূর্ণ উপন্যাস টিতে ইলা আর ছায়াস্বর্গের ছায়া লেবুকে ঘিরে রয়েছে যত রহস্য। আর এই রহস্যই পাঠককে বইয়ের ভিতর টেনে নিয়ে যাবে। পাঠক হারিয়ে যাবে ছায়াস্বর্গের ছায়া লেবু বাগানের মধ্যে। শুধু মাথায় ছায়ালেবু ঘুরপাক খাবে।

Writer:- তামান্না হোসেন
NEXT ARTICLE দত্তা
PREVIOUS ARTICLE অবহেলা
NEXT ARTICLE দত্তা
PREVIOUS ARTICLE অবহেলা
 

Delivered by FeedBurner

a