Leave a message
> দত্তা
-->

দত্তা


বইঃদত্তা
লেখকঃশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ধরনঃ বর্ণপথা,রোমান্টিক
প্রথম প্রকাশঃ ১৯১৮সাল
প্রকাশনীঃজয় প্রকাশনী
পৃষ্ঠাঃ ১০৬
মুদ্রিত মূল্যঃ ৪৫টাকা(২০০০সাল)
রেটিংঃ ৯.৫/১০

অসমবিত্তবান পরিবারের তিনবন্ধু জগবন্ধু, বনমালী,রাসবিহারী।ছোট্টবেলার বন্ধুতা বড়বেলায় ও ছিল চিঠির আদানপ্রদান আর প্রয়োজনীয় তাগিদেই।
তবে আর্থিকভাবে ভাল থাকায় রাসবিহারী আর বনমালী ব্রাক্ষ্ম ধর্ম গ্রহন করে জাতে উঠে গেলেও অন্য বন্ধুটি পারেনি তা।

তবে তিনবন্ধুর মাঝে সবচেয়ে অবস্থাসম্পন্ন বনমালী দুই বন্ধুকেই তার মেয়ে বিজয়াকে তাদের পুত্রবধূ বানাতে রাজি হোন খেলার ছলেই।তবে আসলে ডাক্তার নরেন্দ্র নাকি লোভী পিতার ছেলে বিলাস কাকে আসলে কন্যার প্রকৃত স্বামী হিসেবে চেয়েছিলেন তিনি?
বনমালীর মৃত্যু এর পর বিজয়ার সামনে এ যেন এক ধাঁধাই বটে।
নরেন্দ্র খামখেয়ালী ডাক্তার,ছলচাতুরী নেই।
আর বিলাস?

এদের কার হৃদকোঠরে নিজের অজান্তেই নিজেকে সঁপেছিল বিজয়া ভালবাসায়!
সময় যাচ্ছিলো যত,কেমন যেন অন্যরকম ভাবে কাহীনি মোড় নিচ্ছিলো।হিন্দু সমাজে কি ব্রাক্ষ্মনের সাথে কোন হিন্দুকূলের কারো বিবাহ সম্ভব ছিলো?বিজয়া যখন নিশ্চিত ছিলো যে কাকে মন দিয়েছে,তখন অনত্র তার বিয়ে নিয়ে চলছে আয়োজন। কিন্তু তাও যেন বিজয়া তার প্রিয়তমকে ভালবেসে নিজেকে তাকে নিয়ে ভেবেই যেত,লজ্জায় রাঙা
হতো মুখখানী তাহার।
কিন্তু পরিশেষে কি সে তার ভালবাসার মানুষের সাথে নাকি সমাজের মানুষের লোকলজ্জায় নিজের ঘাঁটছড়া অন্যজনের সাথে বেঁধেছিলো?
অসম্ভব ভালো লেগেছে।এক কথায় অসাধারণ। যেকেউ সানন্দে চোখ বন্দ করে পড়ে নিতে পারেন।সময় বৃথা যাবে না।

ব্যাক্তিগত মতামতঃ সত্যি বলতে পড়তে পড়তে কখন যে নিজেকে বিজয়ার জায়গায় ভেবে বসেছিলাম তা নিজেরই অজানা।
আমিও যেন প্রেমে পড়ে গিয়েছিলাম অজানা কারো।
বইটি শেষ হোক তা কেন জানি নিজের অজান্তেই চাইছিলাম না।
তবে লেখক এখানে হিন্দুসমাজের জাতিভেদ বা বর্ণপথা নিয়ে আরো একটু খোলাসা বলতেই পারতেন।এতে অনেকেই "কিন্তু" মুক্ত হতেন।
তবে যারা অলরেডি প্রেমে সাঁতার কাটছেন,তারা একটু আবেগ কমাইয়া পড়বেন।নাহয় ডুবে যাওয়ার আশংকা আছে,যেখানে আমার মত প্রেম নেগেটিভ মেয়ে প্রেম ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছি.....
সব মিলিয়ে অসাধারণ ছিলো বইটির পুরাটা জুড়ে।নিজের মাঝে একটা উত্তেজনা অনুভূত হয়েছে প্রতিটা পাতা পড়তে গিয়ে।

Writer:- Shrabonti Debnath
 

Delivered by FeedBurner

a