Leave a message
> স্বামীর করোনা
-->

স্বামীর করোনা



একটু চোখ লেগে আসছিল। তখন দেখলাম কোন এক বাসার সামনে ৩টা এম্বুলেন্স। করোনা রোগী নিতে আসছে। রোগী স্বামী। আর স্ত্রী ফোনে খবর দিয়েছেন হটলাইন নম্বরে। দুইজন এর ছিমছাম ছোটখাটো সংসার। এই প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও স্বামী মন খারাপ করে স্ত্রীর উপর প্রচণ্ড অভিমান করে চুপচাপ বসে আছে। কেন হাসপাতালে জানাতে গেল সে? হাসপাতালে না পাঠিয়ে কি বাসায় আলাদা থেকে ট্রিটমেন্ট করা যেত না? স্ত্রীরও খুব মন খারাপ, তারচেয়ে বেশি দুশ্চিন্তা। বুঝতে পারছে স্বামী রাগ করে তার সাথে কথা বলছে না কিন্তু উপায় তো নাই। সে স্বামীর কিছু কাপড়চোপড় আর দরকারী কিছু জিনিস একটা ছোট ব্যাগে গুছিয়ে দিচ্ছে। কেউ কারো সাথে কথা বলছে না।
এম্বুলেন্স থেকে স্পেসস্যুটের মত পিপিই পরা লোকজন উপরে আসল। এসে ব্যাগ দেখে বলল এই ব্যাগ নেয়া যাবে না কারণ রোগীর কোন কাপড়চোপড়ও নিরাপদ না। কিছুই নেয়া যাবে না শুধু Covid19 রোগী নিয়ে যাবে তারা। স্ত্রীরও সাথে যাওয়ার পারমিশন নাই। স্ত্রী নিজেও বাসা থেকে ১৪ দিন বের হতে পারবে না, সেলফ আইসোলেশনে থাকতে হবে। স্বামী চুপচাপ লোকগুলার সাথে বেরিয়ে যাচ্ছে। স্ত্রীর দিকে একবার ঘুরে তাকাচ্ছেও না। দরজা দিয়ে বিদায় নেয়ার সময় স্ত্রী বলে উঠল "সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা কোরো না।" স্বামী শুনল না। লিফট এর দিকে মুখ করে স্ত্রীর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রইল।
লিফটের দরজা খুলল। স্বামীকে নিয়ে পিপিই পরা লোকজন লিফট এ ঢুকল। স্ত্রী অসহায় হয়ে লিফটের ভেতর স্বামীর দিকে তাকিয়ে রইল। স্বামী মাথা নীচু করে মাটির দিকে তাকিয়ে আছে। চোখে চোখ মেলাচ্ছে না। একজন লিফটের বাটন টিপল। লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। স্ত্রী অসহায় চোখে তাকিয়ে আছে! দরজা বন্ধ হওয়ার ঠিক আগে আগে স্বামী তাকালো স্ত্রীর দিকে। প্রচণ্ড বেদনা নিয়ে স্বামীর চোখ দুটা যেন স্ত্রীকে বলছে 'এভাবে যেতে দিচ্ছো আমাকে? আমি যদি আর না ফিরি? আর যদি কোনদিন দেখা না হয়? এভাবে চলে যেতে দিচ্ছো আমাকে, নীতু?'
স্বামীর চোখের সেই বেদনা, সেই নীরব আর্তনাদ শুধু স্ত্রীই পড়তে পারল। দরজায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল সে। কাছের মানুষকে এভাবে দূর থেকে বিদায় দেয়ার চেয়ে অসহায়ের আর কষ্টের কি কিছু হতে পারে? স্বামীর চোখে যে অসহায় আর্তনাদ ছিল "নীতু, আমাকে যেতে দিও না। প্রমিস আমি আর কোনদিন স্মোক করব না, তাও প্লীজ আমাকে যেতে দিওনা! আমি তোমার সাথে থাকতে চাই নীতু, আমি ওখানে একলা থাকতে পারবো না!"- এর কোন উত্তর কি আছে নীতুর কাছে?

Writer:- Ashfaque Nipun
 

Delivered by FeedBurner

a