Leave a message
> আবু ত্বহা মুহাম্মাদ আদনান - গুম - নিখোঁজ - মুহাম্মদ আদনান - Abu toha Mohammad adnan
-->

আবু ত্বহা মুহাম্মাদ আদনান - গুম - নিখোঁজ - মুহাম্মদ আদনান - Abu toha Mohammad adnan

পরিকল্পনা করে গুম করা হয়েছে: কারন কি হতে পারে?

তরুণ দায়ী, আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান  নিখোঁজ হয়েছেন এক সপ্তাহ গত হয়েছে। উনার বেশির ভাগ বয়ান দেখবেন কেয়ামতের আগের বিশ্বব্যাবস্থা নিয়ে। দাজ্জাল, গজোয়াতুল হিন্দ নিয়ে। দেখবেন দাজ্জালের যতো বয়ান ইহুদিদের বিরুদ্ধে যায়, গজুয়াতুল হিন্দ হিন্দু দাঙ্গাবাজদের বিরুদ্ধে যায়। তাদের অস্তিত্বে আঘাত করে।

ইহুদিদের ইসলাম বিদ্বেষী কর্মসূচি যে ভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে , মুসলমানরা কোনঠাসা হয়ে আছে। উনি পরিষ্কার করে বয়ান করছেন বিজয় একদিন মুসলমানদেরই হবে। দাজ্জালকে হটিয়ে ইসলামি হুকুমত প্রতিষ্ঠা হবে। ইহুদীরা হবে পরাজিত।

ভারতেও যে ভাবে মুসলিম বিদ্বেষ লালন করা হয়।সরকারি দল নিজে তা প্রমোট করে। মুসলিম জাতি নিপীড়নের শিকার হয় সামাজিক ভাবে। হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে মুসলমানদের একদিন বিজয় হবে।সেটা হবে গজোয়ায়ে হিন্দুদের মাধ্যমে। উনার বয়ানে বিষয়গুলো হাদিসের আলোকে উঠে আসতো। যুবকদের মধ্যে উনার বয়ান উদ্ধীপনা তৈরি করতো।

ইহুদিদের বিরুদ্ধে কথা বলা তারা পছন্দ করেনা তাও যদি হয় নিজেদের পরাজয়ের ভবিষ্যত বানী। যেমন হ-লো-ক-ষ্ট নিয়ে কোন তথ্য কোথাও পাবেন না। ফেসবুকে পোস্ট করলে আইডি বাতিল হয়ে যাবে। ভারতও ঠিক তাই। আবরারের মৃত্যুর কথা তো কেউ ভুলে যায় নি। গজোয়ায়ে হিন্দতো রাজনৈতিক ও ধর্মীয় পরাজয়।

ইহুদীরা তাদের কাজ তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ কে দিয়ে করায়। ভারত করে তাদের গোয়েন্দা সংস্থার এর দ্বারা। ২০০৯ সাল থেকে এই পর্যন্ত ৫শতাধিক মানুষ নিঁখোজ হয়েছেন। বিএনপির চৌধুরী আলম, ইলিয়াস আলী, সালাহ উদ্দিন আহমেদ থেকে শুরু করে দেশকে পঙ্গু করতে কি না করা হয়েছে। ইরানের পরমাণু প্রকল্প পরিচালক ফারিখজাদ, সেনাবাহিনী প্রধান সুলাইমানি পাকিস্তানের আফিয়া সিদ্দিকী থেকে নিয়ে অনেক খুন গুমে মোসাদের হাত রয়েছে। এ দেশে এতো বেশি এর এজেন্ট যে মোসাদের কোন কাজ করতে হয় না। সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত তাদের হাতে বন্দী। আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান এর গুম হওয়ার পিছনে থাকতে পারে গভীর পরিকল্পনা।

একজন মুসলমান হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে উনার পাশে দাঁড়ানো, উনার পরিবারের পাশে দাঁড়ানো প্রত্যেকের ঈমানী দায়িত্ব। 
আল্লাহ উনাকে হেফাজত করুন। উনার পরিবারকে সব ধরণের পেরেশানি থেকে দূরে রাখুন।

দ্রুত ত্ব-হা মুহাম্মাদ আদনানের সন্ধান চাই, এবং তাকে জনসম্মুখে দেখতে চাই!


Writer:- আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান
 

Delivered by FeedBurner

a