১. কেউ না জানুক, আমি তো জানি আমি তোমার
কেউ না জানুক, তুমি তো জানো তুমি আমার
২. আমি একদিন নিখোঁজ হবো, উধাও হবো রাত প্রহরে, সড়ক বাতির আবছা আলোয়, খুঁজবে না কেউ এই শহরে। ভাববে না কেউ, কাঁপবে না কেউ, কাঁদবে না কেউ একলা একা, এই শহরের দেয়ালগুলোয়, প্রেমহীনতার গল্প লেখা।
৩. হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় ।সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে।
৪. শোনো ওহে পাঞ্জাবী পড়া ছেলে,
আমার দিবস কাটে বিবশ হয়ে,
তোমার পানে চেয়ে।
৫. পাওয়ার আনন্দের চেয়ে হারানোর যন্ত্রণা ভয়ানক
চোখের পানি বলে দিচ্ছে সে একটা সময় তাকে কত ভালোবাসতো আসলে সত্যি কারের ভালবাসাটা সব সময় ভুল মানুষের সাথেই হয়
৬. বিলবোর্ড নিষিদ্ধ এই শহরে বুকভর্তি 'তোমাকে চাই' বিজ্ঞাপন নিয়ে ঘুরে বেড়াই
৭. তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি
আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি।
৮. ওরা কেউ কথা রাখে না,
রেখে যায় শুধু স্মৃতির ভার।
প্রফুল্ল চিত্তে বিকৃতি ঘটিয়ে
ফেলে যায় শুধু অপেক্ষার দায়ভার।
৯. বিশ্বাসটা ভাঙলে ক্ষতিটা তোমারই হবে!
আমি বড়জোর কষ্ট পাবো, কিন্তু তুমি?
আজীবনের জন্য একটা পিউর মানুষ হারাবা।
১০. কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে?
১১. প্রিয় মানুষ যখন অভিমান থেকে অভিযোগে আসে তখন তুমি বুঝে নিতে পারো তোমার গল্প শেষের দিকে।
১২. প্রথম স্বপ্ন তুমি, প্রথম ভালোলাগা তুমি,
প্রথম আসক্তি তুমি, প্রথম ভালোবাসা তুমি!
১৩. তোমার গল্পে অল্প হলেও আমার নামের শব্দ থাক,
হোক না সরব অন্য কেউ আমারটুকু স্তব্ধ থাক।
১৪. কেউ একজন থাকুক যে চরম বিষন্নতায় জড়িয়ে ধরে বলবে; চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। আমি আছি পাশে ভয় নেই তোমার!
১৫. কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে বিবশ হয়ে
তোমার চোখে চেয়ে!
তাকাস কেন?
আকাঁস কেন?
আমার বুকে আকাশ!
তুই তাকালে থমকে থাকে
আমার বুকের বা পাশ!
১৬. যে বিনা নোটিশে হারিয়ে যায় তাকে কখনো চিঠি লিখতে নেই।
১৭. বিবাহ বর্তমানে একটি অর্থনৈতিক প্রকল্প যেখানে ভালোবাসা অর্থের কাছে লঘিষ্ঠ হয়ে যায়।
১৮. স্বার্থের শহরে অর্থ ছাড়া
মানুষ কখনো পূর্ণ নয়।
নারী হোক বা পুরুষ
ব্যক্তিত্ব ছাড়া সম্পূর্ণ নয়।
১৯. বৃষ্টির আগে মেঘ দেখেছো
এদিক ওদিক গুমড়ে কাঁদে।
ভেঙে যাওয়া মানুষ দেখেছো
হাসতে থেকেও চোখে কালি জমে।
২০. তুমি আকাশের চাঁদ খুঁজতে গিয়ে গোটা আকাশটাকেই একটা সময় হারিয়ে ফেলেছ, তাই সময় থাকতে গুরুত্ব দাও জেনে রেখো গুরুত্ব পেলে মানুষ কখনো দূরত্ব বাড়ায় না।
২১. বিশ্বাস করুন জীবনে কাউকে খুব করে চান বিনিময়ে খুব জোরে আঘাত ব্যথিত কিছুই পাবেননা।
২২. জীবন মানে যন্ত্রনা নয়, জীবন মানে হচ্ছে যুদ্ধ আর যুদ্ধে টিকে থাকাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম।
২৩. তুমি বরং অবেলাতেই এস
একটু স্বচ্ছতা নিয়ে এসো
তেমন সৌন্দর্য লাগবেনা
একটু সুন্দর করে ভালোবেসো।
২৪. কথা ফুরিয়ে গেলে ভালোবাসা কমে যায়।
২৫. কেউ ভালবাসেনি
কেউ ভালোবাসে না
কেউ ভালোবাসার জন্য আসেনা
সবাই ভালোবাসি ভালোবাসি বলে
কিন্তু ভালোবেসে শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না!
২৬. আমি থাকতে চেয়েছিলাম
সে রাখতে চায়নি।
২৭. অন্যকে না ঠকানো মানুষগুলো অন্যের কাছে ব্যাপকভাবে ঠকে যায়।
২৮. এভাবে তাকিও না
সবকিছু যাই ভুলে
একটু অভিমান করতে দাও
নাহলে ভালোবাসা জমবে কেমনে।
২৯. পুরুষের ভালোবাসা টিকে থাকে তাঁর সামর্থের উপর আর নারীর ভালোবাসা টিকে থাকে তাঁর ধৈর্যের উপর।
৩০. সামান্য একটু ঝগড়াঝাটি পর যেটা মিলে যায় সেটাই মূলত ভালোবাসা আর যেটা মেলেনা সেটা মূলত ভালোলাগা।
৩১. সিগারেট শুধু ঠোট পুড়িয়েছে হৃদয় পুড়িয়েছে কামিনী বন্ধুরা শুধু ব্যবহার করেছে ভালোবেসেছে শুধু জননী।
৩২. প্রথম প্রথম সবই ভালো
প্রেম হোক বা ভালোবাসা।
সময় এলেই পাল্টে যায়
আসলে সব আবহাওয়া।
৩৩. তুমি বরং শেষ বিকালের চিঠি হও
আমি সাজিয়ে রাখব রঙিন খামে!
তোমার বানান ভুল হয়ে গেলে
আমি গুছিয়ে নেবো যত্ন করে!
৩৪. এই শহরের কমবেশি প্রত্যেকটি মানুষ, একটি নির্দিষ্ট মানুষের অভাবে কষ্ট পায়।
৩৫. লোকের কথায় কান দিওনা
ওরা রাতের বেলায়ও সূর্য দেখে।
তোমার পক্ষে মিষ্টি দিয়ে
তোমার বিপক্ষে বিষ ঢালে।
৩৬. তুমি অবহেলা ছুড়ে দিলে আমি ভালোবাসা
ভেবে কুড়িয়ে নি।
৩৭. পুরুষের চোখে মেঘ জমে তবু বৃষ্টি আসেনা।
৩৮. তোমাকে যে ঠকিয়েছে বা তোমাকে যে আঘাত করেছে তাকে কখনোই তুমি ঠকিয়ে বা আঘাত করে প্রতিশোধ নিওনা জানোই তো সময়ের চেয়ে বড় কোন ঔষধ হয়না আর প্রকৃতির চেয়ে বড় কোনো আদালত হয়না এই দুইয়ের উপর আস্থা রাখো বিশ্বাস করো শেষ হাসিটা তুমিই হাসবে।
৩৯. একটু বিপক্ষে যাও প্রেমিক বল অথবা বন্ধু সবকিছুই দেখবে ঝাপসা লাগবে।
৩৯. পাখি উড়ে গেলে পিছন ফিরে দেখেনা-মানুষ চলে গেলে মানুষ পিছুটান কভু ছাড়েনা।
৪০. প্রকাশিত ভালোবাসাগুলোর চেয়ে অপ্রকাশিত ভালোবাসা গুলো একটু বেশি সুন্দর হয় কারণ আর যাই হোক সব শেষে কেউ কাউকে বদনাম দিতে পারেনা।
৪১. অপেক্ষাকে গ্রহণ করো উপেক্ষাকে ত্যাগ করো ব্যাস জীবন সুন্দর।
৪২. আকাশ ছুঁতে যেওনা জীবনে বৃষ্টি ছাড়া কিছুই পাবেনা।
৪৩. শত আঘাত পেলেও পাখি নিজের নীড়েই নীড়ে ফেরে, একটু আঘাত পেলে মানুষ অন্য নীড় খোঁজে।
৪৪. প্রিয়জনের কাছে হেরেছি,প্রয়োজনের কাছেও হেরেছি।
হারিনি শুধু নিজের কাছে,তাই নিজেকেই ভালোবেসেছি।
৪৫. কেউ যদি তোমাকে চারআনা আঘাত করে বিনিময়ে তুমি ষোলআনা নীরব থেকো বিশ্বাস করো নীরবতার থেকে শ্রেষ্ঠ কোনো প্রতিশোধ হয়না।
৪৬. জীবনে একটা পার্মানেন্ট বন্ধু থাকা খুব দরকার, যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়!
৪৭. সময়কে গুরুত্ব দাও বিশ্বাস করো সময় কখনো মানুষ ঠকায় না।
৪৮. সফলতায় সবাই বন্ধু
ব্যর্থতায় বন্ধু শূন্য হয়।
একটু অভাব এলেই দেখবে
চেনা মানুষ ও অচেনা হয়।
৪৯. চামড়ার সৌন্দর্য মানুষকে লোভ এবং লালসার পথে ধাবিত করে এবং ব্যক্তিত্বের প্রেম মানুষকে অন্তরাত্মার সাথে পরমআত্মার মিলন ঘটাতে সাহায্য করে।
৫০. ভালো যারা বাসে তারা কখনও ছেড়ে চলে যায় না!শেষ পর্যন্ত যে থেকে যায়,
সেই তোমার মনের মানুষ ...যার মানসিক শান্তির কারন তুমি
মানসিক শান্তির জন্যে যতদূর ইচ্ছে যাবো!
দূরত্ব যদি হয়, পৃথিবী থেকে পুলসিরাত,
তবুও- বিলিভ ইট অর নট, এর পিছনে কিছুই নেই!
৫১. এই যে মেয়ে কাজল চোখ,
তোমার বুকে আমায় চেয়ে
তীব্র দাবির মিছিল হোক।
৫২. প্রয়োজনের বেশি কাউকে মূল্য দেওয়া উচিত না!
যেই তুমি মূল্য দেওয়া শুরু করবে দেখবে নিজের মূল্যায়ন কমতে শুরু হইছে। তাই বলি কি প্রিয় নিজেকে মূল্যায়ন করা শেখো, নিজেকে সময় দাও, যাকে যতটুকু দেওয়ার ততটুকুই দাও।
৫৩. যাদের কাছে প্রচুর অপশন;
একজনকে ছাড়লে আরেকজনকে পাই,
তারা মানুষ পাই ঠিকি;
তবে ভালোবাসা পাইনা কখনো।
৫৪. অসম্ভব ঝগড়া করার পর যখন তুমি সব ভুলে আমাকে কাছে টেনে নাও, বিশ্বাস করো তখন যেই অনুভূতি টা কাজ করে, সেটা তুমি কখনো অনুভব করতে পারবে না।
৫৫. প্রিয় মানুষের হঠাৎ বদলে যাওয়া ব্যপার টা খুব ভয়ংকর! বদলে যাওয়া মানুষগুলো অতীত ভুলে যায়।তাদের আচার আচরণ বদলে যায়।কথা বলার ধরন দেখলে মনে হবে আপনাকে চিনেই না।আর চিনলেও আপনি তার কয়েক জন্মের শত্রু।যে মানুষটা এক সময় আপনার ছোট ছোট আবদার পুরন করার জন্য ব্যস্ত হয়ে যেতো সেই মানুষটাই যখন বেটার অপশন পেয়ে যায় তখন আপনি তার খেয়াল রাখতে চাইলে তাতেও সে বিরক্ত হবে।
৫৬. প্রিয়তমা তোমাকে আমার লাগবেই,
কারণ তোমাকে ছাড়া আমার শান্তি আসবে নাহ,
প্রকৃত পুরুষ মাঝ পথে ছাড়ে না।
৫৭. ধনুকের আঘাতে ব্যথার চেয়ে রক্ত বেশিই ক্ষয় হয়,
কথার আঘাতে রক্ত না ঝরলেও মনের মৃত্যু হয়।
৫৮. তাকে পেলে আর কিছুই চাওয়ার থাকবে না,
অপূর্ণতা সরে গিয়ে আসবে পূর্ণতা।
তার মাঝেই যে আমি পরিপূর্ণ হতে চাই|
৫৯. - মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূণ্য মানুষ কখনো কারো প্রিয় হয়না।
৬০. পৃথিবীর নিয়মে সব বদলায় কিন্তু সবচেয়ে বেশি বদলায় সম্পর্ক। অগাধ বিশ্বাস নিয়ে যে মানুষটা পাশে থাকবে বলে হাত রাখে! সেও কখনো জানতো না -
পৃথিবীর নিয়মে বিশ্বাসও ভেঙে যায়,
সবচেয়ে বেশি বদলায় মানুষের মন।