Leave a message
> ইরফান খান - Bollywood - SuperStar
-->

ইরফান খান - Bollywood - SuperStar


বলিউডের অন্যতম অভিনেতা ইরফান খান আর নেই। আজ ভারতের ধীরুবাই আম্বানি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভারতের এই অভিনেতা একাধারে হিন্দি, ইংরেজি, বাংলা ও অন্যান্য ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই অভিনেতা তার সহজাত অভিনয় প্রতিভা দ্বারা অসংখ্য ভক্তের হৃদয় জয় করে নিয়েছেন।
ছোটবেলায় এই অভিনেতার আগ্রহ ছিল ক্রিকেটে...। ইরফান খান ও তাঁর এক বন্ধু সতীশ শর্মা ভালো ক্রিকেট খেলতেন এবং পরবর্তীতে ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটের ভিত্তি হিসেবে সুপরিচিত সিকে নায়ুডু টুর্নামেন্টে অনুর্ধ্ব ২৩ দলের জন্য তিনি নির্বাচিত হন। কিন্তু প্রয়োজনীয় অর্থায়নের অভাবে তিনি এই আসরে খেলতে পারেননি।
তিনি স্নাতকোত্তর পড়াকালীন ১৯৮৪ সালে নতুন দিল্লির রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে (এনএসডি) অধ্যয়নের জন্য বৃত্তি পান। এনএসডি থেকে তিনি নাট্যতত্ত্বে ডিপ্লোমা করেন।
তারপর ইরফান খান মুম্বাইয়ে চলে আসেন। সেখানে অসংখ্য টিভি ধারাবাহিকে কাজ করেন। একসময় তার অভিনয় প্রতিভাতে মুগ্ধ হয়ে প্রযোজকরা তাকে চলচ্চিত্রের জন্য ডাকেন। প্রথম ছবি সফলের পর বেশ কয়েকটা ছবি ব্যর্থ হলেও তার সহজাত অভিনয় প্রতিভা সকলকে মুগ্ধ করে।
পরবর্তিতে তিনি লাইফ অব পাই, স্পাইডার ম্যান, জুরাসিক ওয়ার্ল্ড, দ্যা লাঞ্চ বক্স, পিকু, হায়দার ও স্লামডগ মিলিনিয়ারের মত অস্কারজয়ী মুভীতে অভিনয় করেন।
২০১৭ সালে হিন্দি মিডিয়াম ছবিতে অভিনয় করে তিনি আলোড়ন সৃষ্টি করেন। এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করে। এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। একই বছর বাংলাদেশি চলচ্চিত্র 'ডুব' এ অভিনয় করে তিনি বাঙ্গালীদের মনেও জায়গা করে নেন।
তাঁর সর্বশেষ চলচ্চিত্র হলো ২০২০ সালের ইংরেজি মিডিয়াম। এই ছবিটি মুক্তির কিছুদিন পরই করোনা পরিস্থিতির কারণে ভারতে লকডাউন দেওয়া হয়। এবং সব ধরনের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়।
ইরফান খান দীর্ঘ একবছর কঠিন নিউরো এন্ডোক্রিন কর্কট রোগে ভুগছিলেন। লন্ডনে তাঁর চিকিৎসা চলছিল। গত ২৭শে এপ্রিল বৃহদন্ত্রে ইনফেকশনের জন্য মুম্বইয়ে অবস্থিত কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাঁকে ভর্তি করা হলে, ২৯শে এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।



Writer:- Khaled Saifullah
 

Delivered by FeedBurner

a