Leave a message
> প্রত্যাবর্তন
-->

প্রত্যাবর্তন



বইয়ের নাম : প্রত্যাবর্তন

সম্পাদনা : আরিফ আজাদ

শারয়ী সম্পাদনা : আলী হাসান উসামা

প্রকাশনী : সমকালীন প্রকাশন

প্রথম প্রকাশ : একুশে বইমেলা,২০১৮

মুদ্রিত মূল্য : ৩০০ টাকা


পাঠপ্রতিক্রিয়া:-

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম৷ পৃথিবীতে মানুষ এই ধর্মের হাত ধরেই আগমন করেছেন। তারপরেও কিছু মানুষ এই ধর্মের পথ থেকে বিচ্যুত হয় এবং কুফরি কাজে লিপ্ত হয়৷ পথ বিচ্যুত এসব মানুষকে এই ধর্মের পথে ফিরিয়ে আনার জন্য একরকম অনুপ্রেরণা মূলক বই হলো ' প্রত্যাবর্তন ' । 

বইটিতে আরিফ আজাদ বিভিন্ন ব্যাক্তিত্বের মাধ্যমে মূলত ইসলামের পথে কাফিরদের ফিরে আসা বা তাদের প্রত্যাবর্তনের কথা উল্লেখ করেছেন। বিভিন্ন রকম ঘটনার আলোকে তার এই প্রত্যাবর্তনের বিষয়টিই মূলত এই বইটিতে তুলে ধরা হয়েছে। 


লেখক আরিফ আজাদ বইটিতে যা যা ব্যাক্ত করেছেন তা প্রায়শই আমাদের জীবনের ঘটনার সাথে মিলে যায়। এক্ষেত্রে লেখক আরিফ আজাদ এই গল্পগুলোর মাধ্যমে আমাদের জীবনের প্রায়শই ভুল, যা আমরা সাধারণত করে থাকি তা তুলে ধরেছেন এবং সেই সাথে তার সঠিক সমাধানের উপায়ও বের করেছেন। লেখক আরিফ আজাদ মূলত আমাদের ইসলামের পথ দেখানোর ও সে দিকে আকৃষ্ট করানোর চেষ্টা করেছেন৷ 


আজ থেকেও হাজার বছর আগে আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবি ও রাসুল হযরত মুহম্মদ (স) এর মাধ্যমে আমাদের ইসলামের সঠিক শিক্ষা দিয়েছেন৷ এবং আমাদেরকে সঠিক পথে এনেছেনও। কিন্তু তারপরও আমরা নিজেদেরকে মাঝে মাঝে বিপথে হারিয়ে ফেলি ৷ হারিয়ে ফেলি নিজেদেরকে আলো থেকে দূরে এবং অন্ধকারের অতল গুহায়৷ আবার কিছু মানুষ আছে যারা তাদের সেই বিপথের অন্ধকারের পথকেই আলোর পথ ভেবে জীবনের বড় গুনাহ করে ফেলে। আলো ভেবে অন্ধকারকে আপন করে নেওয়া মানুষদের ফিরিয়ে আনার জন্যই বইটি একটি ক্ষুদ্র প্রয়াস৷ অন্ধকার জগতে নিজেকে হারিয়ে ফেলা মানুষদের জন্যও এই বইটিই অনেক উপকারের। 

বইটি পড়লে যেমনি আমাদের ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে তেমনি এটি ইসলামের ইবাদতগুলোর প্রতি বান্দাকে আগ্রহী করে তুলতে পারে৷ একজন বিপথে যাওয়া ব্যাক্তিকে ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য বইটি একটি সফল বই হতে পারে। 


"যারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করে,আল্লাহকে ভয়করে ও তাঁর অবাধ্যতা হতে সাবধান থাকে তারাই সফলকাম"
-- [ সূরা নূর, আয়াত : ৫২ ]


আমার ব্যাক্তিগত মতামত বইটি ভালো বই। পড়ে দেখতে পারেন।




Prottaborton Book Pdf


 

Delivered by FeedBurner

a