> শেষ রাতের বাস
-->

শেষ রাতের বাস


বাসস্টপে দাড়িয়ে আছে ফাহাদ। আজকে অনেক দিন পর মা'র সাথে দেখা করতে যাচ্ছে সে। তার মা থাকে ফেণীতে, ছোট ভাইয়ের বাসায়। ফাহাদ চাকরির সুবাদে ঢাকা থাকে। আজকে অনেক দিন পর অফিস থেকে ছুটি নিয়ে সেখানে যাচ্ছে কিন্তু তারপরও একটা সমস্যায় তাকে পড়তেই হলো। কোনো গাড়ির টিকিটই সে পায়নি। সব বিক্রি হয়ে গেছে। তাই লোকাল বাসের জন্য এতো রাতে বাসস্টপে দাড়িয়ে আছে। রাস্তা পুরো খালি ধরতে গেলে পুরো সুনশান। বাসস্টপের পাশেই একটা পাগলি দাড়িয়ে আছে, কিন্তু ফাহাদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। 

১০ মিনিট পরেই একটা লোকাল বাস তার সামনে এসে থামলো, নাম চৌদ্দগ্রাম ট্রান্সপোর্ট। ঢাকা টু ফেণী যাতায়াত করে এই বাস। আর কোনো উপায় না দেখে এই বাসেই উঠতে হলো তাকে। বাসে বেশি প্যাসেঞ্জার নেই, ৫-৬ হবে হয়তো। ফাহাদ বাসের মাঝামাঝির একটা সিটে গিয়ে বসে পড়লো। এখন সে একটা লম্বা ঘুম দিবে। ঠিক তখনই পাগলিটা এসে বলতে লাগলো, "এই বাসে যাইস নাহ। এই বাস তোর জন্য আসে নাই। এই বাসে যাইস নাহ।.." কিন্তু ফাহাদ সেদিকে খেয়াল না দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। ইতোমধ্যেই বাস চলতে শুরু করে দিয়েছে।

প্রায় আধ ঘণ্টা পর ফাহাদের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার সাথে সাথেই সে চারিদিকে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেলো নাহ।

-"যাহ সবাই কি নেমে গেছে।" নিজের মনেই বিড়বিড় করছে ফাহাদ

তাছাড়া কন্টেকটারও তো ভাড়ার জন্য এখনও আসে নাই। তাই ফাহাদ নিজেই উঠে গিয়ে ভাড়া দিতে গেল।

-"আজব ব্যাপার কন্টেকটার গেলো কই? ড্রাইভারকে জিজ্ঞেস করি।" ফাহাদ নিজে নিজেই বলতে লাগলো।

এবার ফাহাদের ভয় লাগা শুরু করলো, কারণ ড্রাইভারের সিটে ড্রাইভার নেই। 

-"তাহলে গাড়ি চলছে কিভাবে? তাহলে কি পাগলিটার কথাই......" 

ফাহাদের ঘুম ভেঙ্গে গেল। ঘুমের মধ্যে এতো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে সে ঘেমে নেয়ে একাকার।

-"অতিরিক্ত কাজ করার কারণেই বোধহয় এমন স্বপ্ন দেখেছি।" মনে মনেই ভাবলো ফাহাদ।

আজকে রাতেই সে মা'র কাছে যাবে। তাই ফাহাদকে তার সকল কাজ করতে হয়েছে তারাতারি। এজন্যই বোধহয় অতিরিক্ত পরিশ্রমের কারণে এমন দুঃস্বপ্ন দেখেছে সে।

ঘুম থেকে উঠেই সে মা'কে ফোন দিলো। তিনটা রিং হওয়ার পর ফাহাদের আম্মু ফোন ধরলো।

-"হ্যালো, আম্মু!"

-"হ্যা, বাবু। কি হয়েছে তোর, তোকে অস্থির অস্থির শুনাচ্ছে।" 

-"না, আম্মু। এমনি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, তাই তোমাকে ফোন দিলাম।" 

-"কি দেখেছিস?"

-"না, কিছু না। রাতে আসলে তোমাকে বলবো। এখন রাখি, ব্যাগ গোছাতে হবে।"

-"আচ্ছা রাখ!"

এই বলেই ফোনটা রেখে দিলো ফাহাদ।

অফিস থেকে ছুটি নেওয়া হয়ে গেছে তার। ফাহাদের রাতে ট্রাভেল করতে পছন্দ করে তাই সবসময় রাতের বাসেই যাতায়াত করে সে। তবে অন্যদিনের থেকে আজকের ট্রাভেল তার জন্য ভিন্ন হবে। কারণ অন্যবার এসি বাসে যাতায়াত করে আজকে নন-এসি মানে লোকাল বাসে যাতায়াত করতে হবে তাকে। কোনো বাসের টিকিট না থাকায় এই অবস্থা।

রাত ১২:২৪ টা

বাসস্টপে দাড়িয়ে আছে ফাহাদ। বাসস্টপের পাশেই একটা পাগলি দাড়িয়ে আছে। রাস্তা পুরো সুনশান। স্বপ্নের ভয়টা ফাহাদের এখনো কাটেনি। তাই ভয় কাটানোর জন্য মা'কে ফোন দিলো ফাহাদ।

মিনিট দশেক অপেক্ষা করার পর একটা লোকাল বাস তার সামনে এসে থামলো, নাম চৌদ্দগ্রাম ট্রান্সপোর্ট। ফাহাদের মধ্যে একটা ভয় লাগা শুরু করলো। স্বপ্নে সে যেমনটা দেখেছে ঠিক সেরকমটাই হচ্ছে। কিন্তু কিছুই করার নেই তার, আর কোনো বাস নেই। এই বাসেই তাকে উঠতে হবে। বাসের মাঝামাঝি একটা সিটে সে বসে পড়লো। চারিদিকে তাকিয়ে বাসের প্যাসেঞ্জারদের একবার দেখে নিলো। তখনই সেই পাগলিটা এসে তাকে বলতে লাগল "যাইস নাহ। এই বাসে যাইস নাহ। এই বাস তোর জন্য আসে নাই। যাইস নাহ।"...



( সমাপ্ত )




Writer: Noyon Mozumder

 

Delivered by FeedBurner

a