> লেডি হ্যাকার পর্ব ৬ - Bangla Thriller Story - গল্প - Bangla New Story - Boipoka365
-->

লেডি হ্যাকার পর্ব ৬ - Bangla Thriller Story - গল্প - Bangla New Story - Boipoka365

আকাশ,ওকে মনু সমস্যা নাই,এবার আমার খেলা দেখবা হ্যাকারি কাকে বলে কত প্রকার ও কি কি সব বুঝাই দিব,ছেমড়ি শুধু তোরে না তোর লিডার যারা আছে আই মিন নলা,ওদের সব কয়টার আইডি সহ খুজে পাবি না..!

আবার সেই কিলার আইডিটা অপেন করলাম,যেই আইডিটাকে প্রতিটা হ্যাকার এই চিনে,আইডি অপেন করেই দেখি ৯৯+ মেসেজ,আল্লাহ এত মেসেজ কে দিলো

এত মেসেজ যে কারটা আগে সিন করবো সেটাই খুজে পাচ্ছি না,
নাহ এখন কারো টাই সিন করবো না,আগে টাইমলাইনে গিয়ে একটা পোস্ট করে আসি,

তারপর টাইমলাইনে গিয়ে একটা পোস্ট করলাম,বিল্লা ভাউ ইজ ব্যাক..
মেসেজ&নোটিফিকেশনের কোন অভাব নাই,

এই পোস্ট দেখে সাথে সাথেই আবার মেসেজ আশা শুরু করলো,সবাই খোজ খবর নিচ্ছে কেমন আছি + ওদের টিমে কাজ করার জন্যেও অফার করছে,কিন্তু নাহ আমি অন্য কোন টিমে কাজ করবো না,আমি আমার প্রিয় টিম সাইবার গ্যাং এ কাজ করবো,আবার ফিরে গেলাম সাইবার গ্যাং টিমে,সবাই আমাকে দেখে তো মহাখুশি,পারতেছেনা আমাকে মাথায় তুলে নাচার জন্য,

কারন আমি যতদিন এই টিমে ছিলাম কারোর সাহস হয় নাই যে এই টিমকে নিয়ে দুইটা বাজে কথা বলবে,কারন সবাই জানে সাইবার গ্যাং এ কেউ না থাকলেও একটা বাঘ আছে,যেটার সাথে পাঙ্গা নিলে নিজের অস্তিত্ব ও খুজে পাবে না,তবে আমি অফলাইন থাকা কালিন কেউ কিছু বলেছে কিনা সেটা আমার অজানা,

টিমে ঢুকে দেখি বেশির ভাগ ছেলে নতুন,তবে কম বেশ সবাই আমার নামে জানে,সবাইকে উদ্দেশ্য করে বললাম আজ রাতে একটা মিশন দিব সবাই রেডি থাকবা,আশা করি তোমাদের দরকার পড়বে না,যদি দরকার পড়ে অবশ্যই জানাবো,তবে সবাই রেডি থাকবা....?

সবাই সম্মতি দিলো,
পরে লাইন থেকে বের হয়ে আসলাম,তবে হা আমি ভালোই জানি যে আমি অনলাইন হওয়াতে অনেক হ্যাকারের রাতের ঘুম হারাম হয়ে যাবে,কারন বাপেদের বাপ ব্যাক হইছে,

নাহ এবার মানহাকে একটা ফোন দেওয়া দরকার,
মানহাকে ফোন দিয়ে একটা চমক দিয়ে আসি,দুই একবার রিং পড়তেই ফোন রিসিভ করলো,

মানহা,এই ছেমড়া আজ সূর্য কোন দিকে উঠেছে,
যে তুই আমাকে ফোন দিলি..?
কি আইডিতে ঢুকতে পারছিস না সেই জন্য...?

আকাশ,হা হা হা,
আরে পাগল আইডি একটা মাত্র হ্যাক করেছিস,এটা নিয়ে এত ফাঁফর নেওয়ার কি আছে....?
আর আমি চাইলে আইডিটা দুই মিনিটে আবার নিয়ে নিতে পারবো,কিন্তু আমি তেমন কিছুই করবো না,কারন আমার আইডিটার আর প্রয়োজন নাই..!

মানহা,আকাশের কথা শুনে হাসতে আরম্ভ করে,এই এই কি বললি এই মাত্র...?
আইডিটা ব্যাক নেওয়া তোর জন্য দুই মিনিটের ব্যাপার...?
তোর কথা শুনে হাসি আসতেছে,দ্বারা আগে একটু হেসে নেই,
তোর মত রাম ছাগলের মুখে এই সব কথাই মানায়,রাম ছাগল কোথাকার,আইডি সেইভে রাখতি পারলি না আবার বড় বড় কথা বলছিস...?

আকাশ,মনে মনে চান্দু হাসো হাসো,যত হাসতে ইচ্ছে হয় হাসো,রাতটা হোক খালি....
আচ্ছা তোমাকে যেটা বলতে ফোন দিয়েছি,সেটা হচ্ছে আকাশ নামে নতুন একটা আইডি অপেন করবো কিছু সময় পর,তোমার টিমের লিডার+ গ্রুপে যারা আছে সবাইকে বলবা যদি ক্ষমতা থাকে সেই আইডিটা হ্যাক করতে..?

মানহা,আরে আমার লিডার কেন....? 
তোর আইডি হ্যাক করে নিতে আমি একাই যথেষ্ট...!

আকাশ,ওকে ডান -

মানহা,ওকে আইডি অপেন কর আগে তারপর দেখে নিব,কিন্তু আকাশ তুই যা করছিস সেটা কিন্তু ভালো করছিস না,এখনো সময় আছে আমাকে নিজের করে নে...?

আকাশ,কখনোই না,যেই মেয়ে মানুষের ক্ষতি করে+ ১২-১৩টা জানু পালে,ওর সাথে রিলেশন করবো আমি আকাশ...?
প্রশ্ন-ই আসে না,

মানহা,তুই করবি তোর ঘাড়েও করবে,শুধু সময়টা হোক...?

আকাশ,সময় কখনোই আসবে না,

মানহা,হাহ সত্যিকারত্বে মন থেকে কাউকে চাইলে সেটা কখনো নিষ্ফল যায় না,তুই দেখে নিস তোকে আমি আমার করেই ছাড়বো...!

আকাশ,ওকে রাখছি বলে মানহার মুখের উপরে ফোনটা রেখে দিলাম,

তারপর আকাশ নামের সেইম একটা আইডি অপেন করে শিশির কণা আইডিতে রিকু দিলাম,সাথে সাথেই এক্সেপ্ট করে নিলো,
আমি ছোট করে একটা মেসেজ দিলাম,হায় মানহা আইডি অপেন করেছি,এবার তোমার কত ক্ষমতা দেখি এটা হ্যাক করো...?

মানহা,ওকে কিছু সময় ওয়েট করো....

বিকাল পেরিয়ে রাত হয়ে গেছে এখনো আমার আইডিটা মানহা হ্যাক করতে পারেনি,মনে মনে হাসছি ছেমড়ি এটা সিকিউরিটি করে রেখেছি,এটা তুই কেন তোর লিডাররাও হ্যাক করতে পারবে না,

বিল্লা ভাউ আইডিটাতে ঢুকে টিমে বললাম শিশির কণা নামের মেয়ে ক্রু কোথায় কাজ করে....?

একজন বললো ভাই কাট্টি গ্যাং এ আমি দেখেছিলাম এমন একটা আইডি,ওকে মনু এবার তুমি যাবা কই,তোমার টিমের নাম ও আমার জানা হয়ে গেছে,

এদিকে,মানহা তো আকাশের আইডি হ্যাক করতে পারছে না ওর মাথা খারাপ,পুরো টিম সহ লেগেছে,লিডার কো লিডার সবাই আকাশের আইডিটার পিছনে উপড়ে পড়েছে আইডিটা হ্যাক করবে,
কিন্তু কেউ পারছে না,

এদিকে আকাশ একজনের সাহায্য নিয়ে বিল্লা ভাউ আইডিটা দিয়ে কাট্টি গ্যাং এ ঢুকে,সবাইতো বিল্লা ভাউকে দেখে ভয় পেয়ে যায়,
কাট্টি গ্যাং এর লিডার বিল্লা ভাউ আপনার মত বড় মাপের হ্যাকার আমাদের গ্রুপে...?
আমার তো বিশ্বাস এই হচ্ছে না,

গ্রুপে সবাই তো অবাক বিল্লা ভাউকে ওদের গ্রুপে দেখে,মানহা তো আরো অবাক,কারন ওর অনেক দিনের স্বপ্ন সে এত বড় মাপের একজন হ্যাকারকে দেখবে,

বিল্লা ভাউ,তোদের গ্রুপের সব কয়টাকে আমি সাইজ করবো,তোদের কত বড় সাহস তোরা অকারণে মানুষের আইডি হ্যাক করিস নষ্ট করিস...?

কাট্টি গ্যাং এর লিডার সৌরভ ভাই,
ভাই আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে মাফ করে দেন,

বিল্লা ভাউ তোদের কোন মাফ নাই,তোরা অন্যায় ভাবে মানুষের আইডি নষ্ট করিস,আর এই শিশির কণা তোর খুব পাওয়ার হা...?
তুই কি মনে করেছিস একটু আকটু হ্যাকারি শিখে তুই অনেক বড় হয়ে গেছিস...?

মানহা,তো অবাক -
 মনে মনে আল্লাহ আমি কি করলাম,আমার উপরে কেন এত রেগে আছে,উনাকে তো আমি চিনিই না,তারপরেও রাগ দেখাচ্ছে কেন,মানহা তো ভয়ে শেষ...

বিল্লা ভাউ,এই মেয়ে তুই হয়তো জানিস না আমি কে...?
আমিই আকাশ আমিই বিল্লা ভাউ...?
আর তোরা সবাই মিলে যেই আইডিটা হ্যাক করতে উঠে পড়ে লেগেছিস সেটা আমার এই আইডি...

তোরা শুধু একটু অপেক্ষা কর তোদের টিমের লিডার কো লিডার একজনের ও আইডি খুজে পাবি না,

মানহার তো চোখ বড় বড় হয়ে গেছে বিল্লা ভাউ এর কথা শুনে,তার মানে আকাশ এই বিল্লা,ওর নিজের এই অবাক লাগছে এত বড় একটা হ্যাকার অথচ রিয়েল লাইফে ওকে দেখলে কেউ বুঝতেও পারবে না,আর তার থেকে বড় কথা এত বড় একটা হ্যাকার হয়েও তার মধ্যে কোন অহংকার নাই যে সে বড় মাপের একজন কিছু..

নিজের উপরেই ঘৃণা হচ্ছে দুই কলম হ্যাকারি শিখে বাপকেই টক্কর দিতে বসে আছি,

এবার তো গ্রুপে হাহাকার পড়ে যায়,গ্রুপ লিডার সৌরভ তো পারতেছে না বিল্লা ভাউ এর পায়ে পড়ে যেতে,কিন্তু বিল্লা ভাউ তো ক্ষেপে গেছে ওকে আর আটকায় কে,৩০ মিনিটের মধ্যে গ্রুপের সবার আইডি সে হ্যাক করে হাতের মুঠোয় নিয়ে নেয়,মানহার আইডিও শেষ,

বিল্লা ভাউ কে,তাকে তো এমনিতেই সবাই চিনে,তবে এই ঘটনার পর সবাই বিল্লা ভাউকে এক নামে চিনে যায়,(BD Bangla kings of Billah VoU)

গ্রুপ লিডার সৌরভ আরো বাকি যারা ছিলো সবার তো মাথায় হাত,

আকাশ,সবার আইডি গুলো হ্যাক করে নিয়ে একটা ফোল্ডারে সব আইডির পাস সেইভ করে রাখে,তবে সে মানহার আইডি হ্যাক না পুরোপুরি নষ্ট করে দিয়েছে,

মানহা তো পাগল পাগল হয়ে গেছে ওর এত পুরোনো আইডি,তার উপরে ওর পরিচিত সব ফ্রেন্ড!

আকাশ,নাহ বেশ রাত হয়ে গেছে ঘুমানো দরকার,সে ফোনটা বিছানার পাশে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে,সকাল বেলা ঘুম থেকে উঠে দেখে কেউ একজন তাকে জড়িয়ে ধরে আছে....




চলবে.....




Writer:- আকাশ মাহমুদ


NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner