সকাল বেলা ঘুম থেকে উঠে নেটে আসতেই মানহার মেসেজ,
কলিজা গুড মর্নিং,আমার কলিজাটা কি করে....?
আকাশ,কোন কলিজাকে বলতেছো...?
আমার সিরিয়াল তো ১৩ নাম্বার...?
সিরিয়ালে যারা আগে আছে ওদেরকে বলা শেষ হইছে....?
মানহা,
কি কককককি বলতেছ তুমি.....?
কিসের সিরিয়াল আর কিসের নাম্বার...?
আকাশ,কেন আমি কি হিন্দিতে বলতেছি নাকি যে বুঝে আসে না...?
যাই বলছি ঠিকি বলছি,কত ছেলের সাথে রিলেশন করো তুমি....?
মানহা,আকাশ প্লিজ স্টপ তুমি আমাকে যা তা বলতে পারো না...?
আকাশ,এই মানহা শুনো তুমি কি আমাকে ছোট বাচ্চা পাইছো যে না জেনে না বুঝে তোমার নামে উল্টা-পাল্টা বলবো...?
তোমার আইডিতে ঢুকে সবই দেখেছি আমি রাতে,এগুলাই তোমার পার্সোনাল ছিহ....
মানহা,তার মানে তুমি আমার আইডিতে ঢুকেছো...
কিন্তু কি করে পাস তো তুমি জানো না...?
আকাশ,শুনো তুমি যেই কলেজের ছাত্র আমি সেই কলেজের প্রিন্সিপাল ছিলাম,এগুলা আমার সাথে করে পার পাবা না,
সো আমার সাথে এই সব রিলেশন নামক ফাইজলামি করার কারন কি...?
এত গুলা ছেলের সাথে কথা বলা সত্যেও আমাকে কেন লাগে....?
মানহা,দেখো আকাশ আমি কারো সাথেই রিলেশন করি না,যাদের নাম দেখেছ ওদের সাথে যাস্ট মজা করি এর বেশি কিছু না,কিন্তু সত্যিকারত্বে আমি তোমায় ভালোবাসি,
আকাশ,যাস্ট সেটআপ,তোমার কোন কথা শুনতে চাই না আমি,তোমার সাথে আমি কোন সম্পর্ক রাখবো না,তুমি তোমার মত থাকো আমি আমার মত....!
মানহা,প্লিজ আকাশ এমন করো না,বিশ্বাস করো আমি কারোর সাথে রিলেশন করি না,এমনিতে যাস্ট দুষ্টামি করে কথা বলি,তুমি বললে আজ থেকে কারোর সাথেই কথা বলবো না,প্লিজ তাও রাগ করিও না...?
আকাশ, মানহা আমি তোমার কাছে উল্টো ক্ষমা চাচ্ছি প্লিজ তুমি আমাকে মুক্তি দাও,এই সবে আমি আর নাই....!
মানহা,হুট করে রেগে যায়,এই কুত্তা* বাচ্চা রিলেশন করবি না মানি..?তুই রিলেশন করবি তোর বাপ ও আমার সাথে রিলেশন করবে,
আকাশ,শুনো এই সব বলে লাভ নাই,এইসব অন্য জানু যারা আছে ওদেরকে গিয়ে বলো,
মানহা,দেখ আকাশ রাগ উঠাবি না,আমার শেষ কথা তুই আমার সাথে রিলেশন করবি,না হয় তুই ভার্চুয়াল জগতে শান্তি পাবি না,তোর সমস্ত আইডি আমি নষ্ট করে দিব....!
মানহার কথা শুনে আকাশের খুব হাসি পাইতেছে,
আচ্ছা এত পাওয়ার যে দেখাও তুমি কোন গ্রুপে কাজ করো....?
তোমার বক্স লিডার কে...?
মানহা,সেটা তোকে কেন বলবো....?
আকাশ,আচ্ছা বলা লাগবে না,তোমার বক্স লিডার যে আছে তোমাদেরকে ট্রেন করায়,বা গ্রুপের CO ওরে গিয়ে শুধু বলবা আরিয়ান আবির ওরফে (বিল্লা ভাউ)ওরে চিনে কিনা..?
মানহা,আমার বক্স লিডার কেন আমি তো উনার নাম অনেকবার শুনেছি,সে নাকি অনেক বড় হ্যাকার,শহরের নাম করা হ্যাকারদের ও উনার সামনে খানা নাই,শহরে এখন যারা রাজ করতেছে এইসব হ্যাকারি দিয়ে তারা সবাই নাকি উনার ছাত্র,কিন্তু কেন বলতো তোর কি কাজ (বিল্লা ভাউ) রে দিয়ে..?
আকাশ,নাহ কিছু না,আমার কি হবে আমিও (বিল্লা ভাউ) এর নাম শুনছিলাম!
আকাশ মনে মনে বলে আরে ছেমড়ি আরিয়ান আবির ওরফে(বিল্লা ভাউ)যে কিনা ভার্চুয়াল জগতের কিংস অফ সাইবার গ্যাং,সে কে বা কি রকম দেখতে তার চেহারা,সেটা যদি জানতি তাহলে আজকে আমার সামনে আইসা এই সব ফাঁফর নিতি না,
এখন এত কথা না তুমি রাস্তা মাপো বলে মানহাকে ব্লক করে দিলাম,
ধুর মরার কপাল,যারে মন দিয়া বসি সেই মন নিয়া খেলা শুরু করে,
যাহ এখন থেকে সব কিছুই বাদ,কারোর দরকার নাই আমার...
আবার ঘুম দিলাম,একটু পর আম্মু চেঁচামেচি করে ঘুম থেকে তুলে দিলো নাস্তা করতে,ধুর ভালো লাগে না একদম,ঘুম টাও শান্তি মত যাইতে দিবে না ওরা,নাস্তা করে শার্ট গায়ে দিচ্ছি বের হবো,এমন সময় আম্মু বাজারের ব্যাগ হাতে দিয়ে বললো এগুলা নিয়ে আয়...?
মেজাজ এমনি খারাপ তার উপরে আবার বাজার,আম্মু আমার হাবভাব দেখে বাবা না রাগে না,আচ্ছা দ্বারা তোরে ৫০০ টাকা দিচ্ছি,তাও বাজারটা একটু করে দে..?
আকাশ,আম্মু তুমি কি ভাবছো টাকা দিলে আমি বাজারে যাবো...?
হা অবশ্যই যাবো -
টাকা দিলে সব করতে রাজি,
টাকা নিয়ে বাজারে চলে গেলাম বাজার করবো,
আগে সব্জির বাজার টা করে নেই পরে অন্য বাজার করবো,ওমা এমন সময় দেখি আন্টিও বাজার করছে সাথে মানহাও আছে,
মানহা আমায় দেখে নাই,কিন্তু আন্টি দেখে ফেলেছে,
এই আকাশ বাজার করতে এসেছো নাকি...?
এবার মানহাও দেখে নিয়েছে,
আকাশ,জ্বি আন্টি বাজার করতে এসেছি,
আন্টি,আচ্ছা বাজার করা শেষ হলে আমাদের সাথে চলে যেতে পারবে,আমরা গাড়ি নিয়ে এসেছি,
আকাশ,না না আন্টি তার কোন দরকার নেই...?
আন্টি,এই ছেলে বেশি কথা বল তো,এমনিতে তো গাড়ি করে যাবে,তাহলে আমাদের গাড়ি করে গেলেই তো হয়,
আকাশ,আচ্ছা আন্টি...!
আমার বাজার করা শেষ অান্টির জন্য অপেক্ষা করছি,
আন্টি,আকাশ হয়েছো চলো এবার যাওয়া যাক,
আকাশ,আচ্ছা আন্টি চলেন,
আন্টি,ওহ সিট একটা জিনিস তো নেওয়ায় হয় নি,আকাশ তুমি আর মানহা গাড়িতে গিয়ে বসো আমি জিনিসটা নিয়ে আসছি,গাড়িতে ড্রাইভার আছে,আমার বেশি সময় লাগবে না যাবো আর আসবো,
আমি আর তানহা গাড়িতে বসে আছি,
মানহা,ড্রাইভার আংকেল আপনি একটু গাড়ি থেকে নেমে দাঁড়ান আমার একটু কাজ আছে,
ড্রাইভার,আচ্ছা মামনী,
ড্রাইভার গাড়ি থেকে নেমে একপাশে গিয়ে দাঁড়ায়,মানহা এই সুযোগে খপ করে আমার হাতটা ধরে ফেলে,
আকাশ,এই মানহা কি করছো কি তুমি...?
মানহা,চুপ একদম কথা বলবি না,তুই কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দিব..?
তোর কত্ত বড় সাহস হা যে তুই আমাকে ব্লক দিস.....?
আকাশ,ব্লক দিয়েছি বেশ করেছি একশবার দিবো ব্লক,মানহা মেজাজ খারাপ হচ্ছে আমার হাত ছাড়ো...?
মানহা,না ছাড়বো না কি করবি তুই...?
আকাশ,এর ফল কিন্তু ভালো হবে না মানহা...?
মানহা,আরে যা হবার পরে দেখা যাবে,এখন তুই আমার কিছুই করতে পারবি না,এখন কিছু করলেই তোকে ফাঁসিয়ে দিব আমার সাথে অসভ্যতামো করেছিস বলে,সো চুপচাপ থাক...
আকাশ,চুপ করে আছে,আর মনে মনে ভাবছে নাহ এখন কিছু করা যাবে না,করলেই সে ফেঁসে যাবে,
মানহা,মনে মনে এবার কই যাবি তুই,এখন এই সুযোগ তোকে নিজের বসে করবো,মানহা ওর হাত ছেড়ে ওর গায়ের উপরে উঠে যায়,
আকাশ,মানহা প্লিজ আমায় ছেড়ে দাও..?
মানহা,নাহ ছাড়াছাড়ি নাই,এখনো তো তোর সাথে অনেক কিছুই করা বাকি বলে আকাশের ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়,
আকাশ,তো থ
কি করছে মেয়েটা আল্লাহ,ওর শক্তিও নাই যে সে মানহাকে আটকাবে,
প্রায় পাঁচ মিনিট পর মানহা আকাশকে ছেড়ে দেয়,তাও ছাড়তো না ওর আম্মু আসায় ছেড়ে দেয়,দুজনেই হাঁপাচ্ছে,আকাশের তো মনে হচ্ছে আর একটু হলে ওর দম বন্ধ হয়ে যেতো,আল্লাহ বড় বাঁচা বাঁচলাম..
আন্টি,তোরা এভাবে হাঁপাচ্ছিস কেন...?
মানহা,আম্মু খুব গরম লাগলে এসিটা ছেড়ে দিতে বলো...?
ড্রাইভার,এসিটা ছেড়ে দেয়,আকাশের তো ভিতরে ফেটে যাচ্ছে,
ড্রাইভার,গাড়ি স্টার্ট করে,আর এদিকে মানহা একটু পর পর আকাশকে খোঁচা দিচ্ছে,
আকাশের রাগে যেন চোখমুখ লাল হয়ে গেছে,এটা দেখে মানহার তো সেই মজা লাগছে,সে মিটমিট হেসেই চলেছে।
আকাশ,একবার খালি ছেমড়ি তোমারে কলে পাই,মনু তখন বুঝবা আকাশ কি জিনিস...!
আকাশের বাসার সামনে চলে আসছে,ড্রাইভার গাড়ি সাইড করে আকাশকে নামিয়ে দেয়,আকাশ বাসায় গিয়ে কিচেনের উপরে বাজার গুলো ফিক্কা দিয়ে ফেলে রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে,ছেমড়ির কত্ত বড় সাহস আমারে কিস করে,দ্বারা ছেমড়ি সময়মত এমন কলে আটকাবো তখন জন্মের মত কিস দেওয়ার স্বাদ মিটাই দিব,ফ্রেশ হয়ে বের হয়ে এসে আবার ঘুম,
বিকাল বেলা ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে দেখে মানহা আবার ফেসবুক আইডি হ্যাক করে নিয়েছে,সে ১০০% শিউর যে মানহার এই কাজ এটা,
আকাশ,ওকে মনু সমস্যা নাই,এবার আমার খেলা দেখবা,হ্যাকারি কাকে বলে কত প্রকার ও কি কি সব বুঝাই দিব,ছেমড়ি শুধু তোরে না তোর লিডার যারা আছে আই মিন নলা,ওদের সব কয়টার আইডি সহ খুজে পাবি না।
চলবে....
Writer:- আকাশ মাহমুদ