Leave a message
> একদিন দেখা হবে
-->

একদিন দেখা হবে

বিশ্বাস করেন একদিন আমাদের দেখা হবে।
তবে টানটান উত্তেজনা থাকবে না।

একদিন আমাদের দেখা হবে।
তবে আমাকে দেখে হাসির বদলে চোখ লুকানোর চেষ্টা তোমার থাকবে।

একদিন আমাদের দেখা হবে।
তবে তুমি আমার পছন্দের পোশাক  পরা থাকবে না।

একদিন আমাদের দেখা হবে।
তবে আগামি দেখা হবার দিনক্ষণ আমরা করব না।

একদিন দেখা হবে।
তবে সেদিন তুমি আমার হাতটা আর ধরবে না।

একদিন দেখা হবে।
তবে হৃদস্পন্দন বেড়ে যাওয়ার বদলে থেমে যাবে।

একদিন দেখা হবে।
তবে ভালোবাসা থাকবে না।

একদিন দেখা হবে। পথে ঘাটে কোন এক অলিতে গলিতে। অথবা আমি রিকশায় তুমি যাচ্ছো হেঁটে। অথবা বৃষ্টিতে বাঁচতে দুজনই এক ছাউনির আশ্রয় নিতে গিয়ে। 
হয়ত সেদিন মুখ লুকিয়ে অন্য পথে হাঁটা দেবো। 
চোখের পানি খুব লুকিয়ে আঙ্গুল দিয়ে মুছে নিবো।

একদিন দেখা হবে …………
তবে সেদিন আমি তোমার আর তুমি আমার থাকবে না।
মূলত একদিন দেখা হবে কিন্তু সব আগের মত থাকবে না।

এক দিন দেখা হবে!!!.....










Writer:- Saimoun Morshed Riad

হস্তলিপি:- লাবিবা তাবাসসুম লামিয়া
 

Delivered by FeedBurner

a