Leave a message
> আদহাম পর্ব ২ সত্য৷ ঘটনা অবলম্বনে
-->

আদহাম পর্ব ২ সত্য৷ ঘটনা অবলম্বনে



আদহামের সাথে ২০১৮ সালে আমার প্রায় সারারাত কথা হতো। ২০১৮তে ৯৯% রাত এমন গেছে আমার আমি কথা বলতে বলতে কানে ফোন রেখে ঘুমে, আর ও চুপ করে শুনতো।
কাজ করত তাও লাইন কাটতো না।
গেইম খেলতো আর কানে ইয়ারফোন লাগাই রাখতো যদি আমি উঠি আর ওকে খুঁজে না পাই,যদি ঘুমের ভিতরে ভয় পাই এজন্য।
একদিন নাকি আমি এমন ঘুমাই গেছিলাম আর ফোনে আমার নিশ্বাঃস এত শব্দ শুনা যাচ্চিল
ও খুব মনোযোগ দিয়ে শুনতে ছিল ওর নাকি ভালো লাগে আমার সব সব কিছু।
তখন হুট করে ওর আম্মু নাকি ডাক দিছিল( পুরা ফ্যামিলি প্যারিস থাকে)।
তখন নাকি ও বলছিলো, আম্মু শব্দ করো না
আমার আদরীনি ঘুমাচ্ছে।
আদহাম আমায় আদরীনি বলে ডাকতো।
সত্যি প্রচন্ড বাচ্চামি করতাম আমি ওর সাথে। একমাত্র মানুষই ছিলো আদহাম যার সাথে আমি নিজেকে প্রকাশ করতে পারবো।
আমার ভেতরের আমি টা যে বুঝতে পারে।
আমি খুব সাধারণ একটা মেয়ে ছিলাম।
দেখতে শ্যামলা ছিলাম আর পড়াশোনায় মিডিয়াম হওয়ার কারণে আমার পরিবার বার বার আমার উপর বিয়ের প্রেসার চাপিয়ে দিতো।
২০১৭ থেকে আমার জন্য এটা নেওয়া সম্ভবই হচ্ছিলো না। আমি এখন বিবিএ দ্বিতীয় বর্ষে(এক বছর গ্যাপ দিয়েছিলাম এডমিশন এর জন্য)। এডমিশন এর সময় আমার আব্বু আমাকে কোনো কোচিং এ ভর্তি করিয়ে দেন না, বই কেনার টাকা দেন না। অনেক কেঁদেছিলাম অন্য বন্ধু-বান্ধবীরা যখন বলতো কোচিং ছাড়া চান্স হয়না কোথাও!
সেই সময়টাতেও আমার পরিবার থেকে বিয়ের জন্য খুব প্রেসার দিতো। আদহাম সে সময়টা পাশে ছিলো খুব করে। মানসিক সাপোর্ট দিতো অনেক।
ওর ইউনিভার্সিটি, নিজেদের বিজনেস, শোরুম সামলাতে প্রচন্ড ক্লান্ত থাকতো সারাদিন তবুও রাতের পুরো সময়টা আমার জন্যই বরাদ্দ ছিলো। আমার বিয়ের কথা শুনলেই আদহাম রেগে যেতো। আমি বুঝতাম কিন্তু আবার বুঝতাম ও না যে, এই মানুষটা কেনো রেগে যায় এতো, তাও আবার আমার বিয়ের কথা শুনলেই! আমাদের টানা ছয় ঘন্টা কথা হলেও, ও যখন বলতো ঘুমাও আদরীনি আমার তখনই খুব মন খারাপ হয়ে যেতো।
তারপর বুঝতে পেরে ও বলতো, ঠিকাছে তুমি ঘুমাও, আমি লাইনেই আছি।
একদিন রাত তিনটার সময় কথা বলতে বলতেই হঠাৎ দুজনেই চুপ হয়ে গেলাম। একটু পর আদহাম বললো, "ভালোবাসি"। আমি শোয়া থেকে উঠে বসে পড়ছিলাম, স্টাটু অফ লিবার্টির মতোন চুপ, একদম চুপ। আমার হার্টবিট বেড়ে গিয়ে শব্দটা বুঝি আদহাম ও শুনতে পাচ্ছিলো।
তারপর শব্দ করে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলো আর আমি বলতেছিলাম এসব কি বলো?
আদহাম বললো কেনো তুই না আমার বেস্টফ্রেন্ড, তাহলে তো বলাই যায়। আমি আর কিছু বলতে পারিনি। চুপচাপ লাইনে ছিলাম আর লজ্জায় ঘুমিয়ে যাওয়ার ভান করেছিলাম। প্রতিদিন এর মতো সেদিন সারারাত ও আদহাম লাইনে ছিলো কিন্তু তফাৎ ছিলো আমিও সেদিন ঘুমাইনি। তারপর একদিন..


(চলবে)


লেখনীঃ NI Shu (অপরিচিতা)
 

Delivered by FeedBurner

a