যখন এই কথা বলছিল আমি পাক্কা তিন মিনিট চুপ ছিলাম তাই নিয়া পরেও অনেক ক্ষেপাইত আমাকে " এভাবে -
তোর মত মেয়ে সিরিয়াসলি!
একটা ছেলে আই লাভ ইউ বললে যুগের পর যুগ এমন ভাবে সাইলেন্ট থাকে কেউ।
তখন আমি উপরে রাগ দেখিয়ে বলতাম তো, আমি কি একবার ভালোবাসি বললেই লাফাতে লাফাতে সেই ছেলেকে জড়িয়ে ধরবো নাকি? আর প্রোপোজাল তো ছেলেদের পক্ষ থেকেই আসে তাইনা?
আদহাম শুনে হাসতো আর বলতো এই জন্যই তোকে এত্ত পছন্দ করি আমি, আদরীনি আমার! সবচেয়ে ভালো মেয়ে!
ওইদিন এর পর থেকে এমন কোনো রাত নেই যে, ও আমাকে ভালোবাসি কথাটা বলেনি "ভালোবাসি আদরীনি"! আস্তে আস্তে সেটা কিছুক্ষণ পর পর বলা শুরু করলো।
সেই মুহুর্ত গুলোতে প্রত্যেকবার আমার দমবন্ধ হওয়ার উপক্রম হতো কিন্তু সেটায় কি পরিমাণ সুখ মিশ্রিত ছিলো কাউকে বুঝানো যাবেনা!
একদিন বললো আমি তোকে বেশি ভালোবাসি, তুই বাসিস না।
আমিও সেদিন বললাম, ভালোবাসি বেশি বেশি, তোমার থেকে ও বেশি।
আদহাম ও সেদিন চুপ হয়ে গিয়েছিলো ঠিক আমার মতোই আর ফোনের এপাশে থেকে আমিও ওর মতোই হাসতেছিলাম। তারপর নিরবতা ভেঙে বললো, না আমি বেশি!
এভাবে রোজ রোজ রাগিয়ে দেওয়ার পরে বলতো আচ্ছা যা, তুই ই বেশি ভালোবাসিস আমাকে উহু অবশ্যই আমার আম্মুর পরে ( আবার হাসি)।
এভাবেই সব চলতেছিলো বেশ ভালো!
আমার আদহাম আমাকে সময় দিতো সব ব্যস্ততার ভেতরে ও!
আমি ওর জন্য অপেক্ষা করতাম যতক্ষন না ও ফ্রি হয়, হয়তো মাঝে মাঝে অনেক অভিযোগ করেছি কিন্তু ও সব সামলিয়েছে ঠান্ডা মাথায়। আমিই অভিমান করেছি অন্য কারোর মতো ন্যাকামি করোনা তো কথাটা কখনো বলেনি।
বলেছে তোমাকে অভিমানে গাল ফুলিয়ে ও এত্ত সুন্দর লাগে কেনো? বেশি বেশি অভিমান করবা!
আমি তখন হেসে দিছি।
আমার অভিমান ভাঙাতে বেশি কিছু করতে হতো না ওর, শুধু একটু হাসি দিয়ে কথা আর ভালোবাসি বলাটাই যথেষ্ট ছিলো।
একজন আপু ছিল ওকে খুব পছন্দ করতো। যখন আদহাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তো তখন থেকেই।
আপুটা উনার একটা মামাতো বোনের কাছে আদহামের ব্যাপারে সবকিছু শুনেছিলেন।(আদহাম আর উনার মামাতো বোন ক্লাসমেট)।
ওই আপু টা ওকে অনেক আগে থেকে চিনতো।
আপু আরেকজন এর মুখ থেকে ওর অনেক কথা শুনতে শুনতে ওর প্রেমে পরে গেছিলো একটা ছেলে এতটা সিন্সিয়ার,কেয়ারিং,আন্ডারস্ট্যান্ডিং কিভাবে হয় ওই আপুটা ভেবে পাইতো না!
কিন্তু কিছু বলেনি ওকে তখন।
কিন্তু তারপর আপু অনেক খুঁজছে কিন্তু পায়নি কারণ আদহাম প্যারিস যাওয়ার সময়টুকু কিংবা তার আগে স্যোশাল সাইট এর কিছু ব্যবহার করতো না আর আপু যখন খুঁজতে শুরু করছে ততদিনে দেরী হয়ে গেছিলো, ও দেশের বাহিরে চলে গেছে!
আর ২০১৭তে ফেসবুক আইডি এক্টিভ করতেই কয়েক মাসের মাথায় আমার সাথে পরিচয় হয়ে গেছিলো ওর!
তারপর আপু আদহাম কে নিয়ে সিলেট ক্রাশ এন্ড কনফেশন এ ওকে প্রোপজাল পাঠিয়েছিলো!
সেটা দেখার পর আমার কি অবস্থা হয়েছিলো আমি বুঝাতে পারবো না কারণ সেখানে আদহাম এর কমেন্ট ছিলো এমন...!
(চলবে)...
লেখনীঃ NI Shu (অপরিচিতা)