Leave a message
> দ্যা স্পাই - গ্রীক রুপকথার একটি গল্প - History - Boipoka
-->

দ্যা স্পাই - গ্রীক রুপকথার একটি গল্প - History - Boipoka


এক দেশে এক সুন্দরী রাজকন্যা ছিলো, সবাই যেমন তার প্রশংসা করতো তেমনি ভয়ও পেতো। কারন সে ছিলো অত্যন্ত স্বাধীনচেতা।

রাজকন্যার নাম ছিলো সাইকি। কন্যা যেনো চিরকুমারী না থেকে যায় এ ভয়ে তার পিতা দেবতা এপোলোর কাছে প্রার্থনা করেন। এপোলো একটা সমাধান বাতল দেন ; শোকের পোষাক পরে একা একা পাহাড়ের চূড়ায় যেতে হবে রাজকন্যাকে। ভোর হবার আগে এক বিশালাকার সাপ তাকে বিয়ে করতে আসবে।
রাজকন্যার পিতা দেবতা এপোলোর কথা মতো কাজ করলেন,রাজকন্যা একা একাই পাহাড়ের চূড়ায় উঠলো। জমাট ঠান্ডায় ভিত-সতন্ত্র অবস্থায় ঘুমিয়ে পড়লো সে,ভাবলো জীবিত অবস্থায় এ ঘুম ভাঙবে না।
যাই হোক পরদিন সকালে সুন্দর এক রানীর রুপে জেগে উঠলো সে। প্রতি রাতে স্বামী তার কাছে আসতো কিন্তু একটা শর্ত জুড়ে দেয়া ছিলো ; নিঃশর্ত ভাবে স্বামীকে বিশ্বাস করতে হবে, কখনও তার চেহারা দেখা যাবে না।

কয়েকমাস পর স্বামী ইরোসের প্রেমে পড়ে গেলো সে। ভালোবাসতো তাদের কথোপকথন,প্রতিবারের মিলন। স্বামীকে সম্মানের পাশাপাশি একটা বিষয়ে খুব ভয়ও পেতো সে,ভয়ানক এক সাপের সাথে বিয়ে হয়েছে ওর।
একদিন সে কৌতুহল নিয়ন্ত্রন করতে পারলো না।
স্বামী ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করতে লাগলো। এরপর ধীরে ধীরে কাপড় সরিয়ে মোমের আলোয় দেখলো অপরুপ এক সুন্দর মুখ। কিন্তু আলোর ঝলকে ঘুম ভেঙে গেলো ইরোসের। সে বুঝতে পারলো,স্ত্রী তার একমাত্র আদেশ টা মেনে চলতে পারে নি।
তারপর চিরতরে চলে গেলো সে।

যতবার এই গল্পের কথা মনে পড়ে,ততবার ভাবি ভালবাসার প্রকৃত চেহারা কি আমাদের সামনে কখনই ধরা দেবে না ?

ভালোবাসা আসলে বিশ্বাসের বিষয়,তার স্বরুপ চিরকাল রহস্যাবৃত থাকাই ভালো। কারন রহস্যের সমাধান করতে পারলে আমাদের আকর্ষন উড়ে চলে যায়। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আরোহন করি,আবার ডুবে যাই গভীর সমুদ্রে। বিশ্বস্থ হাত ধরে পাড়ি দেই পথ। নিজেদের মন থেকে ভয়কে সরিয়ে নিতে পারলে ঘুম ভেঙে আমরাও একদিন নিজেদেরকে প্রাসাদের ভিতর আবিষ্কার করবো।
ভালোবাসার কাছে যদি সবকিছুর উত্তর খুজি,তবে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যেতে হবে একদিন।


Book By:- পাওলো কোয়েলহো

Writer:- Ishmam Qureshee
 

Delivered by FeedBurner

a