Leave a message
> Sadat Hossain - সাদাত হোসাইন এর সেরা ২০টি উক্তি - বাংলা বাণী - Bangla Quote
-->

Sadat Hossain - সাদাত হোসাইন এর সেরা ২০টি উক্তি - বাংলা বাণী - Bangla Quote



আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ আমার ভেতর থাকি,
যত্ন করে খুব খেয়ালে রোজ, 'আমি'টাকে আমার ভেতর রাখি।
আমি ভীষণ স্মৃতির খেরোখাতা, মলাট জুড়ে হাজার আঁকিবুঁকি,
আমি ভীষণ একলা থাকা মানুষ, 'আমি''টাকে 'আমার' ভেতর রুখি।


~ সাদাত হোসাইন।


আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন,
এই জনমের জন্ম-মৃত্যু জানে, তুমি মানেই আমার সমর্পণ।


~ সাদাত হোসাইন


তোমার নামে সন্ধ্যা নামা শহর জানে
রোজ কতটা আঁধার জমাই অভিমানে
রোজ কতটা কান্না জমাই বুকের কোণে,
তোমার নামে রাত্রি গভীর শহর জানে....


~ সাদাত হোসাইন


দুয়ারে দাঁড়ালে আড়ালে তাকায় অবাক চোখ,
জেনেছে কে, কতটা সে, নীল চাতক।


~ সাদাত হোসাইন


ওই দূরে, কোন সুরে, বাজছে গান,
কার নামে, মেঘ নামে, জলের ঘ্রাণ?
এই পথে, আজ হতে, রোদ উঠুক,
তোর ঘোরে, সব দোরে, ফুল ফুটুক।
মন নদী, আজ যদি, ছোঁয় দু-কুল,
আয় তবে, গান হবে, মন ব্যাকুল।


~ সাদাত হোসাইন


আয় রঙ মেখে দেই তোকে,
তোর স্বপ্ন সাজাই চোখে,
তোর ওইটুকু হাত-ছোঁয়ায়
পাখি গায় আনন্দলোকে।


~ সাদাত হোসাইন


মাগো,
আয় তবে লিখে রাখি এইসব দিন,
এইসব কথকতা স্বপ্নরঙিন।
এইখানে জমা হোক গল্পের ভোর,
জমা হোক আমাদের অথৈ আদর।
চুপি চুপি জেনে যাক বুকের বাঁ পাশ,
তোর নামে লিখে দেই আস্ত আকাশ।


~ সাদাত হোসাইন


আমার থাকুক হেরে যাবার সাহস, আমার থাকুক নত হবার ক্ষণ,
তোমার জয়েও থাকুক আমার হাসি, বুকে থাকুক মানুষ হবার মন।


~ সাদাত হোসাইন


দহনের দিনে কিছু মেঘ কিনে যদি ভাসে মধ্য দুপুর,
তবু মেয়ে জানে তার চোখ মানে কারো বুক পদ্মপুকুর।


~ সাদাত হোসাইন


সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে,
তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে।
তবুও আসুক সে,
জানুক, প্রিয়তম অসুখ সে।

 
~ সাদাত হোসাইন


আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর...


~ সাদাত হোসাইন


উঠোন পেরোতে গুচ্ছ ফুলের বাগান, বাগান পেরোতে মৃত্যুর মালভূমি,
এইখানে আমি এসেছি মৃত্যু পেতে, আমায় পেতে কেন এসেছিলে তুমি?


~ সাদাত হোসাইন


এই বেলা, অবহেলা করে নাও,
ওই বেলা আমি যদি না থাকি?
যদি 'আমি' ভুল করে 'তুমি' হই,
দুঃখ দিতে, ভুল পথে পা রাখি!


~ সাদাত হোসাইন


হায়,
কুড়াতে কুড়াতে জীবন ফুরায়ে যায়!


~ সাদাত হোসাইন


অমন কাজল চোখে তুমি চেয়ো রোজ,
ওই চোখে জীবনের হিসেব সহজ।

 
~ সাদাত হোসাইন


মেঘের মতো ভার হয়ে রয় বুক,
মেঘের মতো থমথমে কী ব্যথা!
মেঘ তো তবু বৃষ্টি হয়ে ঝরে,
আমার কেবল জমছে ব্যাকুলতা।

 
~ সাদাত হোসাইন


শোনো কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে বিবশ হয়ে
তোমার চোখে চেয়ে।


~ সাদাত হোসাইন


সব আলো নিভে গেলে, দিন শেষে জেগে ওঠে, যায়নি যা দেখা,
মানুষও তারার মতো, অগুনতি মানুষের ভিড়ে, রয়ে যায় একা।


~ সাদাত হোসাইন


এই যে মেয়ে কাজল চোখ,
তোমার বুকে আমায় চেয়ে তীব্র দাবির মিছিল হোক।


~ সাদাত হোসাইন


পুরুষের বেশ ধরে, শ্বাপদের সন্ন্যাস,
তবু কেন এই দেশে, মেয়ে তুই জন্মাস!


~ সাদাত হোসাইন
 

Delivered by FeedBurner

a